Saturday, March 02, 2013

হঠাৎ করেই দৃশ্যপট বদলে গেল

হঠাৎ করেই যেন সবকিছু ওলট-পালট হয়ে গেল। চরম এক অস্থিরতা চারদিকে। মানুষের মনে কোন শান্তি বা স্বস্তি নেই। রাজনৈতিক পর্যবেক্ষকরাও বেকুব বনে গেছেন। তারা বলছেন, যুদ্ধাপরাধের বিচার হবে এতে কার কি বলার আছে, কেবল মাত্র সংক্ষুব্ধ দল বা ব্যক্তি ছাড়া।

Friday, March 01, 2013

সহিংসতাকে ‘দাঙ্গার’ সঙ্গে তুলনা করেছে মার্কিন মিডিয়া

স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর বৃহস্পতিবার সারা দেশে তাণ্ডব চালিয়েছে দলটি।

ঈদগাঁওতে দফায় দফায় সংঘর্ষ- নিহত ১,আহত ২শতাধিক,যানবাহনে অগ্নি সংযোগ, গুলি বর্ষণ,আটক ৯

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশ ও সাঈদী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নিহত ১ ও গুরুতর আহত অপর একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত আবদুর রশিদ সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালীর হাজী ইলিয়াছের পুত্র ও ২ সন্তানের জনক আবদুর রশিদ (৩২) আর গুরুতর আহত শফি আলম (২৫), একই ইউনিয়নের পাঁহাশিয়াখালীর মোহাম্মদ হোসেনের পুত্র।

পেকুয়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় নিহত শিবির কর্মীর লাশ নিয়ে মিছিল, এলাকায় উত্তেজনা, আটক ৪

কক্সবাজারের পেকুয়ায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশের গুলিতে ১ শিবির কর্মী নিহতসহ জামায়াতের অর্ধ-শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে।

সাঈদীর মৃত্যুদণ্ড: দেশজুড়ে বিক্ষোভে নিহত ৪৫, জামায়াতের দাবি ৫০

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে রাজপথে নেমে এসেছে জামায়াতে ইসলামী-ছাত্রশিবিরের নেতাকর্মীরা।