Saturday, December 18, 2010

নিরপেক্ষ বিচার চায় সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন বন্ধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সাকার পরিবারের দাবি, রিমান্ডে ও গ্রেপ্তারের পর সাকার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আজ শনিবার ধানমন্ডিতে সাকা চৌধুরীর বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সাকার বড় মেয়ে ফারজিন কাদের চৌধুরী বক্তব্য দেন।

তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে নিরপেক্ষ না হোক অন্তত বিচার পেতে চাই। কিন্তু বিচারের আগে যেভাবে বাবার ওপর নির্যাতন চালানো হচ্ছে, তাতে আমাদের আশঙ্কা বাবাকে আর ফিরে পাব কি না। দাদার মতো বাবারও কি কারাগারে মৃত্যু হবে?’
ফারজিন কাদের বলেন, ‘আমার বাবা ও পরিবারের সদস্যদের বিশ্বাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোচরে এটা হয়নি। তিনি জানলে এমনটা হতো না।’ তিনি বলেন, তাঁর বাবার ওপর কোনো নির্যাতন হয়নি বলে পুলিশের দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সবাই দেখেছে তাঁর বাবার পোশাকে রক্তের দাগ। তিনি দাবি করেন, তাঁর বাবার পায়ের গোড়ালি ভেঙে গেছে। রক্তের কারণে তিনটা জামা বদল করতে হয়েছে।
সাকার বড় মেয়ে বলেন, ‘আমি জানি, অনেকেই আমার বাবাকে পছন্দ করেন না। তার পরও তিনি মানুষ। আমরা বাবার সুবিচার চাই।’ তিনি বলেন, চট্টগ্রামে আমাদের বাড়ি পুলিশ ঘেরাও করে রেখেছে। সেখানে আমার ছোট ভাই আছে। এ দেশের মানুষ হিসেবে আমার ভাই ও আমাদের রক্ষা করুন।’
সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, ‘এক-এগারোর সরকারকেই আমরা সবচেয়ে খারাপ ভেবেছি। কিন্তু এর চেয়েও খারাপ আছে।’