Wednesday, April 30, 2014

নিক্সন চৌধুরীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ফরিদপুর ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের এমপি নিক্সন চৌধুরীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মুনতারিন (৩৩)। গতকাল রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। পরে তার লাশ ইউনাইটেড হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়। হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাতে নিক্সন চৌধুরীর গুলশানের বাসা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুনতারিন। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাত ৯টা ২৮ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়। ইউনাইটেড হাসপাতালের প্রশাসনিক শাখার ডিউটি ম্যানেজার সাব্বির জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু কীভাবে তিনি আহত হয়েছিলেন এ বিষয়ে কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে নিক্সন চৌধুরীর স্ত্রী মুনতারিন বাসভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে তিনি মারাত্মক আহত হন। হাসপাতালের মৃত্যু সনদেও উপর থেকে পড়ে গিয়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গুলশানের ইউনাইটেড হাসপাতালের কাছে তাদের বাসা বলে জানা গেছে। বনানীর ২৩ নম্বর সড়কের ১৪/এ নম্বর বাসায় তাদের ওঠার কথা ছিল। নতুন বাসায় স্থানান্তরের জন্য কিছু মালামালও নিয়ে রেখেছেন। বনানী থানার ডিউটি অফিসার জুলফিকার আলী জানান, নিক্সন চৌধুরীর স্ত্রীর মৃত্যুর খবর শুনেছি। কিন্তু এটি বনানী থাকা এলাকার মধ্যে নয়। তাদের বাসা গুলশানে ইউনাইটেড হাসপাতালের কাছে। জানতে চাইলে গুলশান থানা পুলিশ এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই বলে বিষয়টি এড়িয়ে যান।

রাজধানীতে ট্রেন-বাস সংঘর্ষে সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩ : আহত ২০

রাজধানীর কমলাপুরের টিটিপাড়া এলাকায় মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত দুই যুবক ও হাসপাতালে নেয়ার পর নাজমুস সাবা নাজু (২২) নামে এক জনকণ্ঠের এক সাংবাদিকের স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাংবাদিকের স্ত্রী নাজমুস সাবা নাজু (২২)। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরের দিকে একটি ট্রেন যাচ্ছিল। কমলাপুরের পাশেই টিটিপড়া ক্রসিংয়ে ব্যারিকেড না থাকায় বলাকা পরিবহনের একটি বাস রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সময় মতো নিরাপত্তা ব্যারিকেট না দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে অনেকেই বলেছেন, বাসটি উল্টো পথ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান বলেন, রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস রেললাইনের উপরে উঠে পড়েছিল। নারায়নগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেনটি টিটিপাড়া ক্রসিংয়ে বাসটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে বাসের যাত্রীরা হতাহত হন। এঘটনায় রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী বাসযাত্রী নিহত নাজুর স্বামী দৈনিক জনকণ্ঠের সহ-সম্পাদক ওবায়দুর রহমান জানান, তারা স্বামী-স্ত্রী দু'জনে সন্ধ্যায় মানিকনগর স্ত্রীর বড় বোন মোস্তারীর বাসায় বেড়াতে গিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের বাসায় ফেরার জন্য বলাকা পরিবহনের বাসটিতে ওঠেন। ওবায়দুর জানান, তার স্ত্রী নাজু বাসের সামনের সিটে বসেছিলেন। তিনি এক সিট পেছনে বসেছিলেন। টিটিপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রেন চলে আসে। তিনি জানান, ট্রেন আসার আগে সিগনাল বাতি জ্বললেও ব্যারিকেড দেয়া ছিল না। বাসটি দ্রুত রেলক্রসিং পার হতে গিয়ে হঠাৎ বিকট শব্দে বাসটি দুমড়ে মুচড়ে যায়। কান্নাজড়িত কণ্ঠে ওবায়দুর বলেন, তার স্ত্রীকে তিনি চোখের সামনে ছিটকে নিচে পড়তে দেখেছেন। তবে তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও বাম হাতে আঘাত পেয়েছেন। নিহত নাজুর স্বজনেরা জানান, গত বছর ১৩ মার্চ ওবায়দুরের সঙ্গে নাজুর বিয়ে হয়। নাজুম দিনাজপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষে পড়ে। তার গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের খোলাহাটিতে। হাসপাতাল সূত্র জানায়, ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অন্তত নয় জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের যাত্রাবাড়ীর ইসলামীয় হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঢামেক হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন, ডলি আক্তার (২৪), শাহনুর (৪০), আল-আমীন (১৮), ইকবাল (৪০), মাহফুজ (২৪), মাহমুদ (২০), কালা ব্যাপারী (৫০), লিটন ব্যাপরী (৩৫)। আহত আল-আমীনের মা কুরফু বেগম বলেন, স্বামী শুকুর আলী ও ছেলে আল-আমীনসহ তারা তিন জন নারায়ণগঞ্জ থেকে ট্রেনের ইঞ্জিনের সামনে বসে কমলাপুর আসছিলেন। কমলাপুর থেকে তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর যাবার কথা ছিল। তিনি বলেন, হঠাৎ একটা বাসের সঙ্গে ধাক্কা খেল। এতে তার ছেলে ছিটকে রাস্তায় পড়ে। এতে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত ডলির বড় বোন শামসুন্নাহার জানান, ডলি প্রাইমারী স্কুলের শিক্ষিকা। লক্ষ্মীপুরের পিটিআইতে ট্রেনিং করছিল। ছুটি নিয়ে সে ঢাকার কচুক্ষেতের বাসায় আসছিল। সায়েদাবাদে বাস থেকে নেমে হয়তো সে বলাকা বাসে উঠেছিল। তারা মোবাইলে খবর পেয়ে হাসপাতালে এসেছেন। রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, ঘটনাস্থলে নিহত দুইজনের লাশ রেলওয়ে থানা মর্গে রাখা হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

দক্ষিণাঞ্চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগ্রহ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ সফলভাবে শেষ করার পর দ্বিতীয়টির কাজ শুরু করার আগ্রহ প্রকাশ করেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, 'দেশের দক্ষিণাঞ্চলে আমাদের অনেক বিচ্ছিন্ন দ্বীপ আছে, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সেখানেই আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।' তিনি বলেন, 'পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগে বলে এখন থেকেই আমাদের এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।'

গত জানুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে আজ বুধবার সকালে প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হয় ১৯৬২ সালে। কিন্তু আন্তর্জাতিক অনেক বড় বড় দেশের দ্বন্দ্ব মোকাবিলা করে কয়েক দশক পর আমাদের এ কাজ বাস্তবায়নে হাত দিতে হয়েছে।'

শীতলক্ষ্যায় একে একে মিলল ছয় লাশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আজ বুধবার পর পর ছয়টি লাশের সন্ধান মিলেছে। এঁদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ একই সময়ে অপহৃত চারজনের লাশ শনাক্ত করা হয়েছে। গত রোববার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন কাউন্সিলর নজরুল, জ্যেষ্ঠ আইনজীবী চন্দনকুমার সরকারসহ সাতজন। আজ শীতলক্ষ্যা নদীতে ছয়টি লাশ ভেসে উঠে। এঁদের মধ্যে চারজনকে শনাক্ত করেছেন নিহতদের পরিবারের সদস্যরা।

যে চারজনের লাশ শনাক্ত করা হয়েছে তাঁরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, তাঁর গাড়িতে থাকা তাজুল ইসলাম ও মনিরুজ্জামান স্বপন এবং আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম। তবে এখনো খোঁজ মেলেনি নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দনকুমার সরকারের।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুলের লাশ শনাক্ত করেন তাঁর ভাই আবদুস সালাম, স্বপনের লাশ শনাক্ত করেন তাঁর ভাই রিপন, ইব্রাহিমের লাশ শনাক্ত করেন তাঁর ভাই আবু বকর এবং তাজুলের ভাই আনিস তাঁর লাশটি শনাক্ত করেন।

এর আগে আজ বুধবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে প্রথমে তিনটি লাশ ভেসে ওঠে। পরে আরও তিনটি লাশের সন্ধান মেলে সেখানে। বন্দর থানার ওসি এর আগে জানিয়েছিলেন, স্থানীয় লোকজন কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠার খবর পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। লাশগুলো পচে গন্ধ বের হচ্ছে। পরে আরও তিনটি লাশের সন্ধান পাওয়া যায়।

আ.লীগ ও দোসরেরা গুম-খুন করছেঃ খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই হত্যা-সন্ত্রাস-গুম-খুন বন্ধ হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের দোসরেরা এ কাজ করছে। তাই সরকার এসব বন্ধ করতে পারবে না।
বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা আবারও সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, 'আলোচনার দ্বার এখনো খোলা। আলোচনা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান করছি। জনপ্রিয়তা থাকলে নির্বাচন করে জনপ্রিয়তার প্রমাণ দিন।' তিনি অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান।

বক্তব্যে ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে যুবলীগের নেতার সম্পৃক্ত থাকার অভিযোগের বিষয়ে কথা বলেন খালেদা। তিনি বলেন, 'জঙ্গি পালিয়ে গেল, কানেকশন পাওয়া গেল যুবলীগ নেতার। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে সম্পর্ক জঙ্গি-গুম-খুনের।'

ফুঁসে উঠেছে নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অপহূত কাউন্সিলর নজরুল ইসলামের মৃতদেহসহ পাঁচটি লাশ উদ্ধারের খবর পেয়ে আজ বুধবার বিকেল থেকে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় মানুষ। বিক্ষুব্ধ লোকজন নেমে আসেন রাস্তায়। তাঁদের অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ। এতে দেখা দিয়েছে তীব্র যানজট। নজরুলের সমর্থকেরা সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত সড়ক অবরোধ করে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করছেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকাও অবরোধ করেছেন তাঁরা।

দুপুরে খবর মেলে, বন্দর উপজেলার গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে উঠেছে। পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান তিন দিন আগে অপহূত নজরুলের ভাই আবদুস সালাম। আর সেখানে গিয়েই শনাক্ত করেন ভাই নজরুল ইসলামের মরদেহ।

এরপর আরও দুটি লাশের সন্ধান মেলে। নারায়ণগঞ্জে গত রোববার অপহূত সাতজনের মধ্যে পাঁচজনের লাশের সন্ধান মিলেছে এ পর্যন্ত। পরিচয় নিশ্চিত হওয়া গেছে চারজনের। নজরুল ছাড়া বাকি তিনজন হলেন নজরুলের সঙ্গে গাড়িতে থাকা তাজুল ইসলাম ও মনিরুজ্জামান স্বপন এবং আইনজীবী চন্দনকুমার সরকারের গাড়িচালক ইব্রাহিম। তবে এখনো খোঁজ মেলেনি নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দনকুমার সরকারের। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বপনের লাশ শনাক্ত করেন তাঁর ভাই রিপন, ইব্রাহিমের লাশ শনাক্ত করেন তাঁর ভাই আবু বকর এবং তাজুলের ভাই আনিস তাঁর লাশটি শনাক্ত করেন।

শীতলক্ষ্যায় একে একে মিলল পাঁচ লাশ

নারায়ণগঞ্জে অপহূত সাতজনের মধ্যে পাঁচজনের লাশ আজ বুধবার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে চারজনকে শনাক্ত করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। যে চারজনের লাশ শনাক্ত করা হয়েছে তাঁরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, তাঁর গাড়িতে থাকা তাজুল ইসলাম ও মনিরুজ্জামান স্বপন এবং আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম। তবে এখনো খোঁজ মেলেনি নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দনকুমার সরকারের।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুলের লাশ শনাক্ত করেন তাঁর ভাই আবদুস সালাম, স্বপনের লাশ শনাক্ত করেন তাঁর ভাই রিপন, ইব্রাহিমের লাশ শনাক্ত করেন তাঁর ভাই আবু বকর এবং তাজুলের ভাই আনিস তাঁর লাশটি শনাক্ত করেন। এর আগে আজ বুধবার দুপুরে বন্দর উপজেলার গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে প্রথমে তিনটি লাশ ভেসে ওঠে। পরে আরও দুটি লাশের সন্ধান মেলে সেখানে।

বন্দর থানার ওসি এর আগে জানিয়েছিলেন, স্থানীয় লোকজন গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠার খবর পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। লাশগুলো পচে গন্ধ বের হচ্ছে। পরে আরও দুটি লাশের সন্ধান পাওয়া যায়।

অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে ফজল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। আসামির প্রাপ্য সম্পত্তি থেকে এক লাখ টাকা তুলে ছয় মাসের মধ্যে ক্ষতিগ্রস্তের পরিবারকে দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। আসামি ফজল করিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা গ্রামের মোজাহের মিয়ার ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে স্বামী ফজল যৌতুকের জন্য স্ত্রী বিলকিস আক্তারকে নানাভাবে নির্যাতন করতেন। ২০১০ সালের ২১ জুন আসামি ফজল দুই লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতনের একপর্যায়ে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বিলকিসকে মাথায় আঘাত করেন। এতে বিলকিস মারা যান। হত্যার পর স্বামী বিলকিসের মুখে বিষ ঢেলে এ ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চন্দন তালুকদার প্রথম আলোকে জানান, ওই ঘটনার পর নিহত বিলকিসের বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের প্রমাণ পাওয়া যায়। এর পর ওই বছরের ২ আগস্ট মেয়েটির মা জান্নাত খাতুন বাদী হয়ে ফজল করিমসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হত্যা মামলা করেন। আদালত পুলিশকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে পুলিশ বিলকিসের স্বামীকে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করে ২০১১ সালের ২২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত মামলার অভিযোগ গঠন করেন ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর। মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাফাই সাক্ষ্য দেন দুজন।

সংখ্যালঘুদের মোদিকে ভয় পাওয়ার কারণ আছে: অমর্ত্য সেন

ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেদ্র মোদিকে ভয় পাওয়ার কারণ আছে। গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। লোকসভা নির্বাচনে আজ বুধবার অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের বোলপুরে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০০১ সালের পর তিনি এবারই ভোট দিচ্ছেন।

|নোবেলজয়ী অমর্ত্য সেন বলেন, এই নির্বাচনে মূল বিষয় ধর্মনিরপেক্ষতা। এটা সত্য, একটি আদালত মোদিকে অব্যাহতি দিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে এখনো অনেক অভিযোগ রয়েছে। তাঁর ক্ষমতায় আসা নিয়ে সংখ্যালঘুদের ভীত হওয়ার কারণ আছে। যদিও ভালো অবস্থানে থাকা অনেক মুসলমান এভাবে ভাবে না। অনেকে ইতিমধ্যে তাঁর দলে যোগ দিয়েছে। নির্বাচনে ভোট দেওয়া প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, 'এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমি এতে অংশ নিতে চাই। আমি খুবই আনন্দিত যে, কোনো ধরনের সাংবিধানিক নিয়ম লঙ্ঘন ছাড়াই আমি এবার ভোট দিতে পারছি।'

গত বছরের জুলাই মাসে মোদির বিপক্ষে শক্তিশালী অবস্থান নেন অমর্ত্য সেন। এ সময় একটি টেলিভিশন সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, তিনি মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। কারণ, তিনি ধর্মনিরপেক্ষ নন। তিনি বলেন, 'ভারতের একজন নাগরিক হিসেবে আমি মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নেননি।' নোবেলজয়ী এই অর্থনীতিবিদ মনে করেন, মোদি আরও ধর্মনিরপেক্ষতার পরিচয় দিতে পারতেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় আরও পদক্ষেপ নিতে পারতেন।

কাউন্সিলর নজরুলের লাশ শীতলক্ষ্যায়

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা তিনটি লাশের একটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অপহূত কাউন্সিলর নজরুল ইসলামের। তাঁর ভাই আবদুস সালাম লাশটি নজরুলের বলে শনাক্ত করেন। এর আগে আজ বুধবার দুপুরে বন্দর উপজেলার গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠে। অপর লাশ দুটির পরিচয় মেলেনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজন গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠার খবর পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। লাশগুলো পচে গন্ধ বের হচ্ছে।

বন্দর থানার ওসি আরও জানান, নারায়ণগঞ্জের লিঙ্করোডে গত রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহূত হন। উদ্ধার করা তিনটি লাশের মধ্যে একটি কাউন্সিলর নজরুলের বলে তাঁর ভাই শনাক্ত করেছেন।

যুবলীগ নেতার নির্দেশে ত্রিশালে জঙ্গি ছিনতাই!-র‌্যাব সদর দপ্তরে ছিনতাইকারী কামালের তথ্য

ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির তিন সদস্যের একজন হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে ছিনতাই করা হয়েছে ভালুকা থানার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান কামালের নির্দেশে। এই ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্বদানকারী কামাল হোসেন ওরফে সবুজ আজ বুধবার র‌্যাবের সদর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের তিন জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন সময় টাঙ্গাইল ও ময়মনসিংহ থেকে আটজনকে আটক করেছে র‌্যাব। তাঁদের উপস্থিতিতে আজ রাজধানীর উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে ছিনতাইকারী দলটির দলনেতা কামাল হোসেন ওরফে সুবজ এসব তথ্য জানান। আটক হওয়া অন্যরা হলেন মো. সোহেল রানা (২৮), মোরশেদ আলম (২২), আনোয়ার হোসেন (৪০), মো. বাছির উদ্দিন (২০), মো. ইউসুফ আলী (২০), মো. ইলিয়াস উদ্দিন (৩৪) ও আবু বকর সিদ্দিক (২৭)।

গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশাল ও ভালুকার মাঝামাঝি সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে ঝটিকা আক্রমণ চালিয়ে এবং এক পুলিশকে হত্যা করে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন নেতাকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ছিনিয়ে নেওয়া তিন জঙ্গি হলেন জেএমবির মজলিসে শুরা সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীন (৩৮), হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান (৩৫) ও জাহিদুল ইসলাম ওরফে মিজান ওরফে বোমা মিজান (৩৫)। এঁদের মধ্যে সালাহউদ্দিন ও হাফেজ মাহমুদ ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও বোমা মিজান যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি। ঘটনার দিন বিকেল নাগাদ ছিনিয়ে নেওয়া জঙ্গি নেতা হাফেজ মাহমুদকে টাঙ্গাইলের পুলিশ গ্রেপ্তার করে। রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন তিনি।

আজকের ব্রিফিংয়ে কামাল বলেন, ভালুকা থানার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান কামালের নির্দেশে তাঁরা ছিনতাই করেছেন। তাঁদের দায়িত্ব ছিল হাফেজ মাহমুদ ওরফে রাকিবকে ছিনিয়ে নেওয়ার। বাকি দুজনের দায়িত্বে ছিল অন্য গ্রুপ। তাদের গ্রুপে নয়জন ছিল। এই কাজের জন্য তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। কামাল উদ্দিন আরও জানান, পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সকাল আটটায় স্পটে যান তাঁরা। আগে থেকে যুবলীগের নেতা তাঁদের নির্দেশনা দেন। তিনটি মোটরসাইকেল নিয়ে তাঁরা অপারেশনে যান। রাকিবকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁদের।

স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন কামাল উদ্দিন। একই সঙ্গে তিনি ভালুকা পাঁচগাঁও গ্রামের জাগরণ টিউটোরিয়াল হোম কোচিং সেন্টারের মালিক বলেও জানান। সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান জানান, আটক হওয়া মো. ইলিয়াস উদ্দিন ও আবু বকর সিদ্দিক আদম ব্যবসায়ী। তাঁরা বাকি ছয়জনকে অর্থের বিনিময়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছিলেন।

নারায়ণগঞ্জে সাতজন অপহরণ- ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগীকে উদ্ধারের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কাউন্সিলরের সমর্থকেরা। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় তাঁরা মহাসড়ক অবরোধ করেন।
জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার ও তাঁর গাড়িচালকের সন্ধানের দাবিতে আজ বেলা সোয়া ১১টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রেখেছেন আইনজীবীরা। বিচ্ছিন্ন অবরোধের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়ক অবরোধ করার পর সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় অবরোধকারীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করেন। নজরুল ইসলাম অপহরণের ঘটনায় আরেক কাউন্সিলর নূর হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। অবরোধের কারণে কয়েক শ যানবাহন আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে।
অপহূত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম অভিযোগ করেন, অপহরণের তিন দিন পার হয়ে গেলেও তাঁর স্বামী ও তাঁর চার সহযোগীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।