Saturday, March 17, 2012

সেনা মোতায়েনের বিষয়টি গুজবঃ নাসাকা

সম্প্রতি আন্তর্জাতিক আদালতে
বাংলাদেশ ও মিয়ানমারেরর সমুদ্র সীমানা নির্ধারণ বিষয়ে দেয়া রায়কে স্বাগত জানিয়েছে নাসাকা বাহিনী।

পাশাপাশি দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যে কোনো সময়ের চেয়ে বেশি সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক বজায় রাখার আশ্বাস দিয়েছে তারা। এসময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি কাল্পনিক ও গুজব বলেও দাবি করে তারা।
শনিবার সকাল ১০টায় সীমান্তে সৈন্যসমাবেশ ঘটানোর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি-নাসাকা মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকে বসে।

প্রায় এক ঘণ্টা বৈঠকের পর বাংলাদেশের প্রতিনিধি দল টেকনাফে ফিরে এসে ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান সাংবাদিকদের উপরোক্ত বিষয়গুলো জানান।

মিয়ানমারের পক্ষে নাসাকা ৫ নং সেক্টরের ডেপুটি ডাইরেক্টর ইউ ডি মিং থিংক নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

অপরদিকে নয় সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেয় ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান।