Monday, February 11, 2013

কক্সবাজারে সেতুর রেলিং ভেঙ্গে বাস নদীতে, ১৭ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে এর ১৭ আরোহী।
সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার চিরিঙ্গ‍া এলাকায় এ ‍দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হন আরও ২৬ যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পিকনিকের যাত্রীবোঝাই বাসটি (টাঙ্গাইল-জ-১১-০০৮০) রেলিং ভেঙে মাতামুহুরী নদীতে পড়ে যায়।

চকরিয়ার থানার পরিদর্শক রণজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, নিরাপদ পরিবহনের বাসটি গাজীপুর থেকে রওয়ানা দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি হয়ে কক্সবাজার যাচ্ছিলো।

সকাল সাড়ে নয়টা পর্যন্ত নদী থেকে ১৬ টি লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। ২৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করে চকরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে উদ্ধার‍াভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশের যৌথদল। বাসটির আরোহীদের সঙ্গে নিহত ও আহতদের সংখ্যা মিলে যাওয়ায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

উদ্ধারপ্রাপ্ত যাত্রীদের একজন বাংলানিউজকে জানান চট্টগ্রামের ফটিকছড়িস্থ হযরত মইনুদ্দিন আহমেদের ওরশ শরীফে যোগ দেওয়ার উদ্দেশ্যে শনিবার গাজীপুরের নোয়াবাঁগ ছেড়ে আসে যাত্রীবাহী বাসটি। ওরস শেষে কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় তাদের বাসটি।

বাসটিতে ৪৩ যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মৃতদেহগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

No comments:

Post a Comment