Monday, February 11, 2013

শ্রীলঙ্কায় উদ্ধারকৃত ১২৭ বাংলাদেশীর ৫ জন মহেশখালীর, ১ জনের মৃত্যু

শ্রীলঙ্কার নৌবাহিনী কর্তৃক সাগর থেকে উদ্ধারকৃত ১২৭ জন বাংলাদেশীর মধ্যে নিহত যুবকসহ ৫ জন কক্সবাজারের মহেশখালীর লোক বলে নিশ্চিত হওয়া গেছে।
এর মধ্যে নিহত এক যুবকের নাম মোহাম্মদ রাসেল (২০)। সে মহেশখালী পৌরসভার মো. ইউনুছের পুত্র। ওই ট্রলার থেকে উদ্ধার হওয়া  নিহত যুবকের ফুফাত ভাই জীবিত রাহমত উল্লাহ শ্রীলঙ্কার নৌবাহিনীর উদ্ধারকারী শিপের এক কর্মকর্তার মোবাইল ফোন নং ০০৯৪৭৭৮৮৯৮০৬৪ থেকে ফোন করে গতকাল ৯ই ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার। নিহত ব্যক্তি ছাড়াও উদ্ধারকৃতদের মধ্যে মহেশখালীর আরও ৪ জন রয়েছে। গতকাল নিহত ও জীবিতদের পরিবারের পক্ষে লাশ ও জীবিতদের রাষ্ট্রীয় যোগাযোগের মাধ্যমে স্বদেশে ফিরে আনার দাবিতে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে  কক্সবাজারের জেলা প্রশাসকসহ পররাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। নিহত মোহাম্মদ রাসেলের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাশেলসহ মহেশখালীর ঘোনাপাড়া গ্রামের  মোহাম্মদ ইসহাক প্রকাশ খুলু  মিয়ার পুত্র রাহমত উল্লাহ (২৬), মৃত মকতুল হোসেনের পুত্র ওসমান মাঝি (৫০) ও পুটিবিলা এলাকার দু সহোদর এরশাদ উল্লাহ (২৫) ও  আজিজুল হক (৩০) টেকনাফের নয়াপাড়া গ্রামের দালাল নুর আহমদের পুত্র সাদ্দাম হোসেনের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার ও থাইল্যান্ডের নৌবাহিনীর তাড়া খেয়ে শ্রীলঙ্কার উপকূলে ভাসমান অবস্থায় ছিল সেখান থেকে সেদেশের নৌবাহিনী তাদের উদ্ধার করে।

No comments:

Post a Comment