Friday, January 07, 2011

এক প্রতিষ্ঠানের বেশি বিদ্যুৎকেন্দ্র: সরকার সতর্ক

বেসরকারি খাতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এক প্রতিষ্ঠানের বেশি কাজ পাওয়ার বিষয়ে সতর্ক হচ্ছে সরকার। এরকম ঘটনা রোধে নীতিমালা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী। বেসরকারি প্রতিষ্ঠান সামিট পাওয়ার বৃহস্পতিবার দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পাওয়ার পর এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

চলতি সরকারের দুবছরে এ দুটোসহ মোট ছয়টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি পেয়েছে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এর আগে সামিট পাওয়ার চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে। আজ (বৃহস্পতিবার) আরো দুটি পেলো।

"একটি প্রতিষ্ঠানের প্রতি কনসেনট্রেশন বেশি হয়ে যাচ্ছে। তাই একটি প্রতিষ্ঠান যাতে বেশি কাজ না পায় সেজন্য একটি নীতিমালা করা হবে।" বৃহস্পতিবার ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি ইন্ডিপেনডেন্ট বিদ্যুৎ কেন্দ্র (আইপিপি) নির্মাণের কাজ পাওয়ার অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

ফার্নেস অয়েলভিত্তিক এ দুটি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে সৈয়দপুরে (১০০ মেগাওয়াট) কাজ পেয়েছে সামিট পাওয়ার এবং সান্তাহারে (৫০ মেগাওয়াট) কাজ পেয়েছে কনসোর্টিয়াম অব সামিট ইন্ডাস্ট্রিয়াল এন্ড মার্কেন্টাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, সৈয়দপুর কেন্দ্রের প্রতি কিলোওয়াটের দাম পড়বে ছয় টাকা ৯৯ পয়সা এবং শান্তাহারে প্রতি কিলোওয়াটের দাম পড়বে সাত টাকা ছয় পয়সা।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৃহস্পতিবার তিন লাখ মেট্রিক টন চাল কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে। এর মধ্যে ভিয়েতনাম থেকে সরকারি উদ্যোগে দুলাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করা হবে। নুরুল করিম জানান, প্রতি মেট্রিক টন আতপ চালের দাম পড়বে পাঁচশ ৪৫ মার্কিন ডলার এবং সিদ্ধ চালের দাম পড়বে পাঁচশ ৫০ মার্কিন ডলার।

এ ছাড়া মেসার্স আমিনা ফুডস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে চারশ ৫০ মার্কিন ডলার। কমিটির সভায় ইস্টার্ন রিফাইনারির জন্য ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জালানি তেল আমদানির অনুমোদনও দেওয়া হয়। এর মধ্যে চার হাজার ছয় কোটি টাকা ব্যয়ে সাত লাখ মেট্রিক টন আনা হবে আবুধাবী থেকে এবং তিন হাজার সাতশ ৯৭ কোটি টাকা ব্যয়ে বাকি সাত লাখ মেট্রিক টক টন আনা হবে সৌদি আরব থেকে।

এ ছাড়া প্রায় আটশ ৮৫ কোটি টাকা ব্যয়ে জয়দেবপুর থেকে রাজেন্দ্রপুর, মাওনা, রায়মনি হয়ে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজের ঠিকাদার নিয়োগের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বখাটের উৎপাতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ত্ত্যক্তের শিকার হয়ে রংপুরে একজন এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রংপুর শহরতলীর উত্তম বানিয়া পাড়া গ্রামে আত্মহত্যা করে টুম্পা আক্তার রুমা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আত্মহত্যার আগে রুমা একটি চিরকুটে লিখে গেছে, একই এলাকার বখাটে যুবক নাহিদের উত্ত্যক্তের শিকার হয়ে সে এই পথ বেছে নিয়েছে। পুলিশ অভিযুক্ত নাহিদকে রাতেই গ্রেপ্তার করেছে। রুমার আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, রংপুর শহরতলীর উত্তম হাজিরহাট বানিয়া পাড়ার ব্যবসায়ী নুরুল ইসলামের একমাত্র মেয়ে রুমা সিও বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মডেল পরীক্ষা দিয়ে সে বাসায় ফিরে বিকাল ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এর আগে সময় সবার অজান্তে পরীক্ষার প্রশ্নপত্রের বিপরীতে সাদা অংশে বাবা-মা ও বড় দু' ভাইয়ের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে রাখে। ওই চিরকুটে লেখা ছিলো- ''নাহিদ সবাইকে বলেছে যে, ওর সাথে আমার নাকি সর্ম্পক। এমন সব কথা নাহিদ বলেছে, যা আমি লিখতে পারলাম না। সামনে আমার পরীক্ষা। নাহিদ আমাকে যেভাবে উত্ত্যক্ত করেছে, তাতে আমার মৃত্যু ছাড়া কোন উপায় নাই। আমার মৃত্যুর জন্য দায়ী নাহিদ। ইতি রুমা - মা, বাবা ও ভাই তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও।"

রুমার বাবা নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, নাহিদ ওই এলাকার আব্দুল ওহাবের ছেলে। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ওহাব এলাকা ছেড়ে চলে যান। তার ছেলে নাহিদ এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। তিনি অভিযোগ করেন, নাহিদ তার মেয়ে রুমাকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। এ নিয়ে গত এক বছরে গ্রামে দুই বার সালিশ বৈঠক হয়। কিন্তু নাহিদের বখাটেপনা আরো বেড়ে যায়।

রংপুর কোতয়ালি থানার ওসি গোলাম মাহফিজ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, আত্মহত্যার আগে রুমা পুরো ঘটনার বর্ণনা দিয়ে চিরকুট লিখে গেছে। বখাটে নাহিদরেক গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বখাটের উৎপাত ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজন কিশোরী ও ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বখাটেদের হামলায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে।