Friday, January 07, 2011

বখাটের উৎপাতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ত্ত্যক্তের শিকার হয়ে রংপুরে একজন এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রংপুর শহরতলীর উত্তম বানিয়া পাড়া গ্রামে আত্মহত্যা করে টুম্পা আক্তার রুমা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আত্মহত্যার আগে রুমা একটি চিরকুটে লিখে গেছে, একই এলাকার বখাটে যুবক নাহিদের উত্ত্যক্তের শিকার হয়ে সে এই পথ বেছে নিয়েছে। পুলিশ অভিযুক্ত নাহিদকে রাতেই গ্রেপ্তার করেছে। রুমার আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, রংপুর শহরতলীর উত্তম হাজিরহাট বানিয়া পাড়ার ব্যবসায়ী নুরুল ইসলামের একমাত্র মেয়ে রুমা সিও বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মডেল পরীক্ষা দিয়ে সে বাসায় ফিরে বিকাল ৩টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এর আগে সময় সবার অজান্তে পরীক্ষার প্রশ্নপত্রের বিপরীতে সাদা অংশে বাবা-মা ও বড় দু' ভাইয়ের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে রাখে। ওই চিরকুটে লেখা ছিলো- ''নাহিদ সবাইকে বলেছে যে, ওর সাথে আমার নাকি সর্ম্পক। এমন সব কথা নাহিদ বলেছে, যা আমি লিখতে পারলাম না। সামনে আমার পরীক্ষা। নাহিদ আমাকে যেভাবে উত্ত্যক্ত করেছে, তাতে আমার মৃত্যু ছাড়া কোন উপায় নাই। আমার মৃত্যুর জন্য দায়ী নাহিদ। ইতি রুমা - মা, বাবা ও ভাই তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও।"

রুমার বাবা নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, নাহিদ ওই এলাকার আব্দুল ওহাবের ছেলে। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ওহাব এলাকা ছেড়ে চলে যান। তার ছেলে নাহিদ এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। তিনি অভিযোগ করেন, নাহিদ তার মেয়ে রুমাকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। এ নিয়ে গত এক বছরে গ্রামে দুই বার সালিশ বৈঠক হয়। কিন্তু নাহিদের বখাটেপনা আরো বেড়ে যায়।

রংপুর কোতয়ালি থানার ওসি গোলাম মাহফিজ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, আত্মহত্যার আগে রুমা পুরো ঘটনার বর্ণনা দিয়ে চিরকুট লিখে গেছে। বখাটে নাহিদরেক গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। বখাটের উৎপাত ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজন কিশোরী ও ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বখাটেদের হামলায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে।

No comments:

Post a Comment