Saturday, October 06, 2012

বৌদ্ধপল্লিতে হামলাঃ ৪০ হামলাকারী শনাক্ত, মূল শক্তি অজানা

রামুর বৌদ্ধপল্লি ও মন্দিরে হামলাকারীদের মধ্যে অন্তত ৪০ জনকে শনাক্ত করেছে পুলিশ ও এলাকাবাসী। তাদের মধ্যে আছেন জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের সদস্য, মাদ্রাসাছাত্র ও রোহিঙ্গা নেতা। তবে কারা তাঁদের ইন্ধন দিয়েছে, তা এখনো অস্পষ্ট।পুলিশ, তদন্তসংশ্লিষ্ট সূত্র ও প্রথম আলোর অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।

রামুর ঘটনা পূর্বপরিকল্পিত এবং নকশা অনুযায়ী করা হয়েছেঃ সাংবাদিকদের মিজানুর রহমান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে রামুতে বৌদ্ধমন্দির পোড়ানোর ঘটনাটি হঠাৎ উত্তেজনাবশত হয়নি। এটি পূর্বপরিকল্পিত এবং নকশা অনুযায়ী করা হয়েছে।

বৌদ্ধবিহারে হামলার পরিকল্পনা কক্সবাজার শহরে

কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও সংখ্যালঘুদের বসতবাড়িতে হামলার পরিকল্পনাকারীদের শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা। এ সহিংস ঘটনার পরিকল্পনা হয়েছে কক্সবাজার শহরের একটি বাড়িতে।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন অনিশ্চিত

সহসাই বাস্তবায়ন হচ্ছে না চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পটি। যদিও এ রেললাইনকে ঘিরে স্বপ্নের শেষ নেই চট্টগ্রামবাসীর। শুধুই কি চট্টগ্রামের মানুষ! দেশবাসীর বিশেষ আগ্রহ রয়েছে এ রেললাইন নিয়ে। আশায় বুক বেঁধেছিলেন ট্রেনে চড়ে পর্যটন শহর কক্সবাজারে যাবেন তারা।

রামুতে ড. মিজানুর রহমানঃ অপরাধী ধরার নামে নিরীহ কাউকে হয়রানি করা যাবে না

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান রামুর বৌদ্ধ বিহারগুলোতে তাণ্ডবের ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে বলেছেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা দেশ ও জাতির শত্রু।

রামুতে বিএনপির তদন্ত কমিটিঃ সহিংস ঘটনার জন্য সরকারের ব্যর্থতাই দায়ীঃ মওদুদ

রামু উপজেলা সদরের বৌদ্ধবিহার ও বাড়িঘরে সহিংসতা রোধে সরকারের চরম ব্যর্থতা রয়েছে। রামুর বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রশাসনের দায়িত্বে অবহেলাকে তাদের প্রতি চরম অবমূল্যায়ন বলেই মনে করছেন—

বৌদ্ধ জনপদে হামলাঃ গ্রেপ্তার জামায়াত নেতার সাফাই গেয়ে আ. লীগ নেতাদের প্রত্যয়নপত্র

কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধপল্লীতে হামলার ঘটনার কিছুক্ষণ আগে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের 'উসকানিমূলক' মিছিল নিয়ে যখন দেশব্যাপী তর্ক-বিতর্ক চলছে, তখনই হামলায় জড়িত থাকার দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার একজন জামায়াত নেতার সাফাই গেয়ে আওয়ামী লীগ নেতারা প্রত্যয়নপত্র দিয়েছেন।

রামু হামলার পরিকল্পনাকারীরা শনাক্ত

কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দিরে অগ্নিকাণ্ড, ভাংচুর, লুটপাটের ঘটনায় পরিকল্পনা ও হামলাকারীদের শনাক্ত করতে পেরেছে আইন প্রয়োগকারী সংস্থা। ঘটনার দিনের ভিডিও ফুটেজ, ছবি, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য মতে এদের শনাক্ত করা সম্ভব হয়েছে।