Friday, October 05, 2012

রামুতে অপরাধীরা বীরের মতো হুমকি দিয়ে যাচ্ছে!

২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর। ঘটনার ৫ দিন অতিবাহিত হয়েছে। এ ৫ দিন পরও ২৯ সেপ্টেম্বরের ভয়াল তাণ্ডব ভুলতে পারছেন না কক্সবাজারের রামুর বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।

পুলিশের নিষ্ক্রিয়তায় রামুর ঘটনা ভয়াবহ রূপ পায়ঃ বিএনপির তদন্তদল

কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মনে করছে বিএনপির তদন্তদল। একই সঙ্গে এ ঘটনা পুলিশের নিষ্ক্রিয়তায় ভয়াবহ রূপ নেয় বলেও দাবি তুলেছে তারা।

রামুর ঘটনাস্থলে বিএনপির তদন্ত কমিটিঃ সহিংস ঘটনার জন্য প্রশাসনের ব্যর্থতাই দায়ী

কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও তাদের বাড়িঘরে ছড়িয়ে পড়া সহিংসতা রোধে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসন যদি যথাযত দায়িত্ববান হতো তাহলে এ ধরনের ঘটনা এড়ানো যেত- এমনটি মনে করেন বিএনপি গঠিত তদন্ত কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি।

দেশের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তিতেও ফাটল! ঐতিহ্য নষ্ট হলো শাবলের আঘাতে

আগ্রার তাজমহল করতে ২২ হাজার লোকের লেগেছিল ২০ বছর। কক্সবাজারের রামুতেও তৈরি হচ্ছিল তেমনি এক শিল্পকর্ম। তবে সম্রাট শাহজাহানের মতো অতটা বিত্তশালী নন এ শিল্পকর্ম তৈরির উদ্যোক্তারা।

মন্দিরে মিলেছে গান পাউডার ককটেল

কক্সবাজারের রামুতে স্মরণকালের জঘন্যতম ঘটনা সংঘটিত করতে গান পাউডার, পেট্রোল ও ককটেলের মতো বিস্টেম্ফারক ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা।

উখিয়া-টেকনাফে বিরোধী নেতারা আত্মগোপনে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বৌদ্ধ মন্দিরে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার এড়াতে জামায়াত ও বিএনপি নেতারা এখন গা-ঢাকা দিয়েছেন।

রামুর সহিংসতায় প্রশাসনই দায়ী, অভিযোগ বিএনপি তদন্ত দলের

কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বাড়িঘরে সহিংসতা রোধে প্রশাসনের চরম ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপি গঠিত তদন্ত কমিটি।

রামুতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

কক্সবাজারের রামু ও উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ মন্দিরে হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গতকাল বৃহস্পতিবার ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।