Friday, December 17, 2010

সালাউদ্দিন কাদেরকে নির্যাতন করা হয়নি: পুলিশ

বিএনপিদলীয় সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্যাতন করার অভিযোগ নাকচ করে দিয়েছে পুলিশ। শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরীকে পুলিশ কোনো নির্যাতন করেনি। উনি একজন সংসদ সদস্য। তাকে আমরা কেন নির্যাতন করবো?"
ডিসি মনিরুল বলেন, "দেশের প্রচলিত আইন, হাইকোর্টের আদেশ, তার (সালাউদ্দিন কাদের) সামাজিক অবস্থা, পুলিশের বিধান, সবগুলো বিষয় বিবেচনায় রেখেই যথাযথ নিয়মে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" বিজয় দিবসে বৃহস্পতিবার ভোররাতে বনানীর একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব ও পুলিশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আটকের আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের পর অন্য একটি মামলায় পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। হেফাজত চেয়ে পুলিশের করা আবেদন শুনানির সময় আদালতে সালাউদ্দিন কাদের অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নির্যাতন করেছে।
বিএনপির ডাকা হরতালের একদিন আগে গত ২৬ জুন মগবাজার রেলক্রসিংয়ের কাছে একটি প্রাইভেটকারে আগুন ধরানো হয়। এতে আহত হন দুজন। অগ্নিদগ্ধ ফারুক হোসেন পরে হাসপাতালে মারা যান।
পুলিশ বাদি হয়ে করা ওই মামলায়ই সালাউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়। সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, "তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র সেই প্রসঙ্গেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। "জিজ্ঞাসাবাদে তিনি (সালাউদ্দিন) কয়েকজন নেতার নাম জানিয়ে বলেছেন, এই বিষয়ে তাদের জিজ্ঞাসা করেন। আমি নয়, তারাই বলতে পারবেন, কার নির্দেশে এটা হয়েছে।"
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়ে সালাউদ্দিনকে গ্রেপ্তারের জন্য যুদ্ধাপরাধ তদন্তে গঠিত সংস্থা বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে।
এই আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে রোববার। ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপু নেতৃত্বে তদন্ত দল একাত্তরে চট্টগ্রাম নগরীতে পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন ভবন ও বধ্যভূমি পরিদর্শন এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেয় গত সেপ্টেম্বর মাসে।
তখন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে '৭১ এ কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ তদন্ত দলকে জানান তার ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ। চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের স্থান এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেওয়ার পর ট্রাইব্যুনালের আইনজীবী দল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সংসদ সদস্য সালাউদ্দিনের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানায়।
তবে মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাইব্যুনালের ক্ষমতা ও গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে আসছেন।

অপহৃত নাবিকদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

ছিনতাই হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজের অপহৃত নাবিকদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম মেরিন একাডেমির সাবেক ক্যাডেটরা এ মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচিতে সোমালিয়ায় জিম্মি এমভি জাহান মনির ১২ ক্যাডেটের পরিবারের সদস্যরাও অংশ নেয়।


মানববন্ধনে অংশ নেওয়া মোরশেদ শুভ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমভি জাহান মনিতে চট্টগ্রাম মেরিন একাডেমির সাবেক পাঁচ ক্যাডেট জিম্মি রয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বুকে বিভিন্ন প্ল্যাকার্ড ঝুলিয়ে বাংলাদেশি নাবিকদের উদ্ধারে জাহাজ মালিকের পাশাপাশি সরকারের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।
জিম্মি জাহাজের ইঞ্জিন ক্যাডেট শাহরিয়ার রাব্বীর মা বিলকিস রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালিক প্রতিষ্ঠান আমাদের কাছে সোমালীয় জলদস্যু কর্তৃক মুক্তিপণ দাবির বিষয়টি স্বীকার করছেন না। তবে জিম্মি নাবিকদের পরিবারদের কাছে ফোন করিয়ে ৯ মিলিয়ন ডলার মুক্তিপণ চেয়েছে।"
মালিকপক্ষ মুক্তিপণের বিষয়টি এড়িয়ে যাচ্ছেন কিনা- প্রশ্ন করা হলে বিলকিস বলেন, "তারা কিছু বলতে চাইছেন না।"
ছিনতাই হওয়া জাহাজ মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেড বরাবরই তাদের কাছে মুক্তিপণ চাওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে। গত রোববার জাহাজে সর্বপ্রথম যোগাযোগ করে অবস্থানরত সোমালীয় জলদসুুদের সঙ্গে প্রথম যোগাযোগ হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে জানানো হয়।
ব্রেভ রয়েলের মহাব্যবস্থাপক মেহেরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত সোমালীয় দস্যুদের সঙ্গে আমাদের তিন দফায় কথা হয়েছে।"
সর্বশেষ বৃহস্পতিবার বিকালে কথা হয় জানিয়ে তিনি বলেন, "তারা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো মুক্তিপণ দাবি করেনি।" গত ৫ ডিসেম্বর আরব সাগরে ভারতীয় জলসীমায় ছিনতাই হয় জাহান মনি। জাহাজটিতে প্রধান প্রকৌশলীসহ ২৫ জন নাবিক রয়েছেন। রয়েছেন প্রধান প্রকৌশলীর স্ত্রীও।
ছিনতাইয়ের পর জাহাজটি সোমালিয়া উপকূলে ভিড়িয়েছে দস্যুরা।

চট্টগ্রামে বিএনপির হরতাল পুরোদিন

সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে আধাবেলার পরিবর্তে রোববার দিনব্যাপী হরতাল করবে বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার সকালে এ সিদ্ধান্তের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন জানানোর ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রামের সংসদ সদস্য সালাউদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আমীর খসরু চট্টগ্রামে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন। সাবেক মন্ত্রী আমীর খসরু পরে ঢাকা যান। তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পরই পূর্ণদিবস হরতালের কথা জানালেন। আমীর খসরু বলেন, চট্টগ্রাম মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করেই পূর্ণ দিবস হরতাল ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির যৌথসভা

দলের অন্যতম নীতি-নির্ধারক সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তারের পর শুক্রবার সকালে সহযোগী সংগঠনগুলোকে নিয়ে জরুরি যৌথসভায় বসছে বিএনপি। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এ বৈঠক শুরু হওয়ার কথা।

বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারপারসনের নির্দেশে এই জরুরি যৌথসভা ডেকেছেন মহাসচিব। তিনি বলেন, "সভায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে পুলিশি হেফাজতে নির্যাতনসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।"