Friday, September 21, 2012

পেকুয়ায় প্রধান শিক্ষক নেই ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে

কক্সবাজারের পেকুয়া উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৬টি বিদ্যালয়েই প্রধান শিক্ষক নেই। ফলে প্রধান শিক্ষক বিহীন ওইসব বিদ্যালয়গুলোতে লেখাপড়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে।
জানা যায়, পেকুয়া উপজেলা সদরে অবস্থিত জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্টান পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনে দীর্ঘ তিন বছর ধরেই প্রধান শিক্ষক নেই। ওই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। তাছাড়া জেলার অপর শীর্ষ স্থানীয় খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান শিলখালী উচ্চ বিদ্যালয়েও প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। এছাড়া উপজেলার মগনামা উচ্চবিদ্যালয়, রাজাখালী ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় ও টৈইটং উচ্চ বিদ্যালয়েও প্রধান শিক্ষক নেই। অপরদিকে টৈইটং বটতলী শফিকিয়া দাখিল মাদরাসার ও একই অবস্থা। এ মাদরাসার সুপার পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় লেখাপড়ার চরম ব্যাঘাত ঘটছে বলে অভিভাবক মহল অভিযোগ করেন।

No comments:

Post a Comment