Saturday, February 12, 2011

পদত্যাগে বাধ্য হলেন মোবারক

বশেষে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। জয় হয়েছে মিসরে জনতার। টানা ১৮ দিনের নাটকীয় পরিস্থিতির যবনিকা টেনে গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় টেলিভিশনে ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান মোবারকের ইস্তফা দেওয়ার কথা জানান।

ওমর বলেন, জাতীয় বিষয়াদি দেখভালের জন্য ঊর্ধ্বতন সামরিক পর্ষদের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে গেছেন। পদত্যাগের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়ে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
এর আগে প্রবল গণবিক্ষোভের মুখে গতকাল সকালে কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যান প্রেসিডেন্ট মোবারক। সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট মোবারক তাঁর পরিবার নিয়ে কায়রো ছেড়েছেন। পরে ক্ষমতাসীন দলের এক মুখপাত্র নিশ্চিত করেন, মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল-শেখে গেছেন মোবারক।
শারম আল-শেখে মোবারকের যাওয়ার বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মিসরের সামরিক বাহিনীকে অবশ্যই আস্থার সঙ্গে গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মোবারকের পদত্যাগের ঘোষণায় কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভরত লাখো জনতা উল্লাসে ফেটে পড়ে। বাঁধভাঙা খুশিতে তাদের নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করতে দেখা যায়। তারা পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে থাকে। আবেগে অনেককে এ সময় চোখের পানি মুছতে দেখা যায়। টানা ১৮ দিন তাহরির স্কয়ারে অবস্থান করার কারণে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু মোবারকের ৩০ বছরের শাসনের অবসানের খবরে এক মুহূর্তে তাদের সে ক্লান্তি দূর হয়ে যায়। বিক্ষোভের আয়োজকদের অন্যতম নেতা মোহাম্মাদ ইব্রাহিম চিৎকার করে বলতে থাকেন, ‘তাঁকে গদিছাড়া করতে আমরা ১৮ দিন এখানে অনড় হয়ে ছিলাম। শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। এবার আমরা বাড়ি ফিরব।’
আহমেদ জাহরান নামের এক তরুণ বলেন, ‘এত শিগগির মোবারককে উৎখাত করতে পারব, ভাবতে পারিনি।’ শুধু তাহরির স্কয়ার নয়, রাজধানীর বাইরের সব গুরুত্বপূর্ণ শহরে মিসরবাসীকে উল্লাস করতে দেখা যায়।
হোসনি মোবারকের পদত্যাগের পর আন্দোলনকারীদের অন্যতম নেতা এলবারাদি বলেন, ‘আমরা আবার আমাদের জীবন ফিরে পেয়েছি।’ মিসরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা স্বাধীনতা অর্জন করেছো। এর সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ তোমাদের সহায় হোন।’
মিসরের প্রধান বিরোধী দল মুসলিম ব্রাদারহুড বলেছে, তারা মোবারকের বিদায়ে উচ্ছ্বসিত। দলের মুখপাত্র এসাম এল এরিয়ান এএফপিকে বলেন, ‘আমরা সেনাবাহিনীকে সালাম জানাই। তারা তাদের কথা রেখেছে।’
এদিকে, সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় মোবারকের পদত্যাগের পরপরই এক বিবৃতিতে জানিয়েছে, সে দেশে মোবারকের থাকা সব ধরনের সম্পদ জব্দ করা হয়েছে। ধারণা করা হয়, সে দেশে হোসনি মোবারকের কোটি কোটি ডলারের সম্পদ রয়েছে।
এদিকে, এ ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, মিসরকে অবশ্যই একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। তিনি এটিকে একটি ‘স্মরণীয় দিন’ হিসেবে অভিহিত করেন। তবে এ বিষয়ে মার্কিন আইনপ্রণেতারা সাবধানী মন্তব্য করেছেন। তাঁরা বলেছেন, মিসরে গণতন্ত্রের পথে উঠে আসতে হবে। একই সঙ্গে তাঁরা হোসনি মোবারকের পদত্যাগে মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সিনেটের ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান জন কেরি বলেন, ‘এটা মিসরের জন্য এক অভাবনীয় মুহূর্ত। তবে গণতন্ত্রের পথে উঠে আসতে তাদের আরও অনেক পরিশ্রম করতে হবে।’
রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেন, ওয়াশিংটন মিসরের পাশে আছে। গণতন্ত্রের পথে উত্তরণের জন্য তারা মিসরকে সর্বাত্মক সহযোগিতা দেবে।
বৃহস্পতিবার রাতে মোবারক জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাঁর ক্ষমতা না ছাড়ার ঘোষণা দেওয়ার পর গতকাল সকাল থেকেই মোবারকের তাৎক্ষণিক পদত্যাগের দাবিতে কায়রো, আলেকজান্দ্রিয়া, সুয়েজসহ মিসরের বিভিন্ন শহর ছিল উত্তাল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কায়রোর রাজপথে গতকাল ১০ লাখ লোকের ঢল নেমেছিল।
কায়রোয় তাহরির স্কয়ারে বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘মোবারক তুমি এখনই যাও।’ বিক্ষোভকারীরা সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানায়, তাদের সঙ্গে যোগ দিয়ে ‘লাখো মানুষের বিক্ষোভে সমাবেশ’ সফল করতে। দিনটিকে তারা আবারও মোবারকের ‘বিদায়ী শুক্রবার’ হিসেবে ঘোষণা করে। এর আগের শুক্রবারও তারা একই কর্মসূচি পালন করেছিল।
গতকাল বেশ কয়েকজন সেনা কর্মকর্তা তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। বিক্ষোভকারী তাহরির স্কয়ারে সরকারবিরোধী স্লোগানের সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ। দুপুরের দিকে তারা কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। প্রাসাদের সামনে তারা জুমার নামাজ আদায় করে। প্রাসাদ অবরোধ করে তারা স্লোগান দেয়, ‘সরে দাঁড়াও, সরে দাঁড়াও মোবারক।’ কেন তুমি পদ আঁকড়ে আছো? ৩০ বছর যথেষ্ট।’ বিক্ষোভকারীদের আরেকটি অংশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের সামনে অবরোধ করে। দুই হাজারের বেশি মানুষ সেখানে বিক্ষোভে যোগ দেয়। বেতার কার্যালয়ের সামনেও অবরোধ করা হয়। কায়রোর বিভিন্ন সরকারি ভবনের সামনেও বিক্ষোভ অব্যাহত ছিল।
এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, সুস্থিতি ফিরে এলে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। তবে এ ব্যাপারে কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
হোসনি মোবারককে ক্ষমতা ছাড়তে বাধ্য করার জন্য গত ২৫ জানুয়ারি থেকে মিসরে গণবিক্ষোভ শুরু হয়। কায়রোর তাহরির স্কয়ারকে কেন্দ্র করে সারা দেশে সরকারবিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের শুরুর দিকে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে শতাধিক ব্যক্তি প্রাণ হারায়। টানা ১৮ দিন ধরে তাহরির স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারী তাঁবু খাটিয়ে অবস্থান করেছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন মোবারকের পদত্যাগকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেন, এখন মিসরের রাজনৈতিক ভবিষ্যৎ অবশ্যই দেশটির জনগণই ঠিক করবে। তিনি একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
মোবারক হলেন আরব বিশ্বে দ্বিতীয় নেতা, যিনি এক মাসের মধ্যে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। অবসান হলো মোবারকের ৩০ বছরের দীর্ঘ স্বৈরশাসনের। এর আগে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান।
এদিকে হোসনি মোবারকের পদত্যাগের খবরে গতকাল ওয়াল স্ট্রিট শেয়ারবাজার চাঙা হয়ে ওঠে।

অর্থমন্ত্রীর সঙ্গে ব্যাংক পরিচালকদের বৈঠক

র্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে নিজস্ব মূলধন বাড়ানোর পরামর্শ দিয়েছেন। অন্যদিকে প্রথম আলোতে প্রকাশিত সংবাদ নিয়ে বিষোদ্গার করেছেন কোনো কোনো রাজনৈতিক ব্যাংক পরিচালক। অবশ্য আরও কয়েকজন পরিচালক বলেছেন, ব্যাংকের আর্থিক সূচক যদি খারাপ থাকে, উদ্বেগজনক হয়, সেদিকেই নজর দেওয়া উচিত।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল শুক্রবার বিকেলে রাষ্ট্র মালিকানাধীন জনতা, রূপালী ও বেসিক ব্যাংকের পরিচালনা পরিষদের সঙ্গে বৈঠককালে এসব পরামর্শ ও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
তিন ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মুহাম্মদ তারেক, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুল ইসলাম পাটোয়ারীসহ তিন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, অর্থমন্ত্রী বাণিজ্যিক ব্যাংকগুলোকে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে আরও বেশি যত্নবান হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক পরিচালনাকে গতিশীল করতে বলেন।
সূত্র জানায়, বৈঠকের শুরুতে জনতা ব্যাংকে নিয়োজিত একজন রাজনৈতিক পরিচালক প্রথম আলোর বিরুদ্ধে বিষোদ্গার করেন। তিনি বলেন, এসব ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীও এই পত্রিকার বিরুদ্ধে সংসদে বক্তব্য দিয়েছেন। বৈঠক ডাকা হলেই পত্রিকাটি এমন সব প্রতিবেদন ছাপে। তিনি বলেন, ‘আমি ব্যাংকের গাড়ি ব্যবহার করি না। অথচ বলা হচ্ছে গাড়ি ব্যবহার করি।’
এই পরিচালককে সমর্থন করেন আরও কয়েকজন রাজনৈতিক পরিচালক। তাঁরা সংবাদপত্রের সমালোচনা করেন। কিন্তু এ পর্যায়ে একজন পরিচালক বলেন, পত্রিকায় তথ্য কীভাবে গেল, সেটা খুঁজে দেখার চেয়ে আগে দেখা দরকার, তথ্য-উপাত্ত সঠিক কি না। যদি তথ্য-উপাত্ত, ব্যাংকের আর্থিক সূচকগুলো সঠিক হয়, যদি ব্যাংক থেকে অর্থ নিয়ে গিয়ে শেয়ারবাজারে খাটানো হয়, তবে তা লুকানো যাবে না। বর্তমান পরিচালকেরা যখন দায়িত্ব ছেড়ে দেবেন তখন কিন্তু সব তথ্য-উপাত্ত বেরিয়ে যাবে। ব্যাংকের অবস্থাও খারাপ হয়ে যাবে। ফলে এখন ব্যাংক যদি সঠিকভাবে না চলে, তাহলে ব্যাংকগুলোকে সঠিক পথে আনতে হবে।
এ বক্তব্যের পর বৈঠকের পরিবেশ বদলে যায়। অর্থমন্ত্রীসহ আরও কয়েকজন ব্যাংকের আর্থিক শৃঙ্খলা রক্ষা ও ভালোভাবে ব্যাংক চালানোর আহ্বান জানান। তাঁরা বলেন, ব্যাংকের আর্থিক সূচক ভালো থাকলে এসব প্রচারণা হবে না।
অর্থমন্ত্রী এ পর্যায়ে বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের অনেক সামাজিক কাজ করতে হয়। যে কারণে কিছু তদবির আসে। এগুলো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সব আমলেই ছিল। তবে বর্তমান আমলে ব্যাংকের অনেক উন্নতিও হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসিক ব্যাংকের কর্মকাণ্ড নিয়ে একটি প্রচারমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশিত হয়েছে। সংবাদটি অত্যন্ত অপরিপক্ব ও অজ্ঞতাপ্রসূত। এর আগেও এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই।
এর আগে গত ২৭ জানুয়ারি অর্থমন্ত্রী সোনালী ও অগ্রণী ব্যাংকের পরিচালনা পরিষদের সঙ্গে বৈঠক করেন।

বিদ্যুৎ মেলে না, কম ডিজেলের জোগান, বিপাকে বোরো চাষিরা

'প্রতিদিন হামার ২০০ ট্যাকা করে বেশি খরচ করা লাগিচ্ছে। এডা পোষামু কেংকা করে, জানি না।' বাড়তি দর দিয়ে ডিজেল কিনে এভাবেই ক্ষোভ আর আশঙ্কার কথা বলছিলেন মির্জাপুরের সাদুবাড়ী গ্রামের কৃষক শহিদুল ইসলাম। দেশে ৫৮ শতাংশ ধানের চাহিদা পূরণ করে বোরো।

তবে এবার বোরো চাষের ভরা মৌসুমে বিদ্যুৎ অপ্রতুল। ডিজেলের সরবরাহও চাহিদার অর্ধেক। ফলে কৃষকরা সেচের পানির জন্য হিমশিম খাচ্ছেন। বোরো ধানে সেচ দিতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ এবং সর্বত্র ডিজেল প্রাপ্তির নিশ্চিত করতে জেলা প্রশাসকদের ১ জানুয়ারি নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তবে বিদ্যুৎ সরবরাহ কম হওয়ায় তার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এদিকে ৪৪ টাকার ডিজেলও কিনতে হচ্ছে ৬০ টাকায়। এ জন্য কৃষকরা দায়ী করছেন মৌসুমি ব্যবসায়ীদের।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, বৈরী আবহাওয়ায় আশঙ্কাজনক হারে কমে গেছে বৃষ্টি। নেমে গেছে পানির স্তর। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ ও ডিজেল ঘাটতি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বোরো চাষ মৌসুমে সেচ যাতে নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করা আবশ্যক।
টেলিফোনে যোগাযোগ করা হলে কৃষিসচিব সি কিউ কে মুসতাক আহমেদ গত বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, ফসলের চাষ ও উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের পদক্ষেপই নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজেল সংকট ও মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সচিব বলেন, 'চোরাচালানের ভয়ে ডিজেলের সরবরাহে সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছুটা ঘাটতি দিয়েছিল। তবে তা আর এখন থাকবে না। অন্যান্য সমস্যাও দ্রুত কেটে যাবে।' তিনি আরো বলেন, দাম ভালো পাওয়ায় কৃষক এবার ধান চাষে বেশি করে আগ্রহী হয়েছে।
বিদ্যুৎ সরবরাহের সার্বিক পরিস্থিতি জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে জানান, সেচে বিদ্যুৎ সরবরাহ নিয়ে ২৬ ডিসেম্বর আন্তমন্ত্রণালয়ের বৈঠক হয়। এতে সেচের জন্য প্রতিদিন এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ চাওয়া হয়। ওই বৈঠকে বিদ্যুৎ বোর্ড এক হাজার ৩৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেয়। কিন্তু উৎপাদন কম হওয়ায় এখন প্রতিদিন সরবরাহ দিচ্ছে এক হাজার মেগাওয়াট।
ডিজেল আছে অর্ধেক : বোরো ধানে সেচের আনুমানিক ৭৫ শতাংশই পূরণ করে ডিজেলচালিত পাম্প। কিন্তু চলতি বছর এ ডিজেলের সরবরাহ কমে চাহিদার অর্ধেকে নেমেছে। তীব্র চাহিদার সুযোগ নিয়ে একশ্রেণীর ব্যবসায়ী মাঠ পর্যায়ের কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ৪৪ টাকা লিটারের পরিবর্তে ৬০ টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়ার দুপচাঁচিয়ার কৃষক আবুল সরকার ও শেরপুরের বিশালপুর ইউনিয়নের দোয়ালসারা গ্রামের এনামুল হক টেলিফোনে কালের কণ্ঠকে জানান, ৪৪ টাকার ডিজেল তাঁদের কিনতে হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকায়। তাও সংগ্রহ করতে হচ্ছে তিন থেকে চার মাইল দূরের খোলা দোকান থেকে। ১০-১৫ দিন ধরে চলছে এ অবস্থা।
রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, ডিপো থেকে পর্যাপ্ত তেল তাদের দেওয়া না হলেও মৌসুমি ব্যবসায়ীরা ঠিকই সরবরাহ নিচ্ছে। পরে তারা লিটারপ্রতি ৮-১০ টাকা বেশি দামে খুচরা বিক্রি করছে। এতে করে উত্তরাঞ্চলের সাড়ে চার শ তেলের পাম্পে সংকট সৃষ্টি হয়েছে।
রাজশাহী বিভাগীয় পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোমিন দুলাল অভিযোগ করেন, টাকা দিলেও চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে অর্ধেক। তিনি জানান, উত্তরাঞ্চলে স্বাভাবিক সময়ে ডিজেলের চাহিদা দৈনিক ২২ লাখ ৫০ হাজার লিটার। এখন চাহিদা এর প্রায় দ্বিগুণ।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান রতন জানান, বোরোর ভরা মৌসুমে সারা দেশের ডিজেলের মোট চাহিদার অর্ধেকেরও বেশি প্রয়োজন হয় উত্তরাঞ্চলে। অথচ এখন সরবরাহ কম বলে পাম্প মালিকদের চাহিদার অর্ধেক তেলও দেওয়া হচ্ছে না।
এদিকে বিপিসির বাঘাবাড়ী অয়েল ডিপো সূত্র জানায়, প্রায় ৬১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে নদীতে (নাব্যতা সংকটের কারণে) আটকে আছে ১৭টি শ্যালো ড্রাফট ট্যাংকার।
উত্তরাঞ্চলীয় জ্বালানি তেল মনিটরিং সেলের এজিএম শাহীন রেজা খান কালের কণ্ঠকে গতকাল জানান, 'প্রতিদিনের চাহিদার বিপরীতে ৯০ শতাংশ বিতরণ করা হচ্ছে। তবে চাহিদার পুরোটা সরবরাহ করা যাচ্ছে না বলে অভিযোগ উঠছে।' তিনি কৃষক ও পাম্প অ্যাসোসিয়েশনের অভিযোগ অস্বীকার করে বলেন, 'ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মৌসুমি ব্যবসায়ীদের যোগসাজশ কিংবা সম্পর্ক নেই। কেউ বেশি দামও আদায় করছে না। আর সব সমস্যারই দ্রুত সমাধান হবে।'
ডিজেলের দাম অস্বাভাবিক বাড়া সম্পর্কে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (বিপণন) মুহাম্মাদ নূরুল আমিন কালের কণ্ঠকে বলেন, দেশে ডিজেলনির্ভর শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠায় ডিজেলের চাহিদা বেড়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী দেশের তুলনায় দাম কম হওয়ায় হয়তো পাচারও হচ্ছে। তিনি জানান, গত বছরের জানুয়ারি মাসে দেশে দুই লাখ ৫১ হাজার টন ডিজেল বিক্রি হলেও এবার (জানুয়ারি মাসে) হয়েছে প্রায় চার লাখ ২০ হাজার টন। অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঘাটতির সুযোগে এটা হয়ে থাকতে পারে। নূরুল আমিন দাবি করেন, জ্বালানি সরবরাহ বাড়াতে নির্দিষ্ট পরিমাণ ইঞ্জিন ও ওয়াগন দিতে ব্যর্থ হচ্ছে রেলওয়ে।
সেচকাজে ব্যবহৃত পাম্পের জন্য বোরো মৌসুমে ডিজেলের চাহিদা ধরা হয় ১৩ লাখ ৪৭ হাজার টন। আর ডিজেলের সরবরাহ ও বিতরণে সংকট সৃষ্টি হওয়ায় বিপিসির চেয়ারম্যানকে গত বুধবার সাময়িক বরখাস্ত করা হয়।
পানির জন্য নির্ঘুম প্রতীক্ষা : ডিসেম্বর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে বোরোর চাষ। শীত মৌসুম এখনো থাকলেও চলছে বিদ্যুৎ সংকট। সেচের চাহিদার ২৫ শতাংশ পূরণ করে বিদ্যুৎ। সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে গ্রীষ্মে বিদ্যুৎ সংকট প্রকট হতে পারে বলে মন্তব্য করেছেন কৃষি বিশেষজ্ঞ ও কৃষকরা।
জাতীয় বীজ বোর্ডের সদস্য ও কৃষক প্রতিনিধি যশোরের আলতাব হোসেন গত বৃহস্পতিবার টেলিফোনে কালের কণ্ঠকে বলেন, বোরো চাষের শুরুতেই চলছে বিদ্যুৎ সংকট। সেচের এ ভরা মৌসুমে প্রতিদিনই লোডশেডিং হচ্ছে। তিনি জানান, পানির অভাবে অনেক জমি এখনো চাষের আওতায় আসেনি।
নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক গ্রামের কৃষক ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের ম্যানেজার সাইফুদ্দিন প্রামাণিক বলেন, '২৪ ঘণ্টায় ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। এদিকে সেচের অভাবে এ নলকূপের আওতায় থাকা ২৪৪ বিঘা জমির মধ্যে প্রায় ১০০ বিঘা জমি এখনো চাষ করা যায়নি।' তিনি জানান, রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সেচের পানি মিলছে না। এতে কৃষক ক্ষুব্ধ হচ্ছেন। তবে এবার ধানের দাম ভালো পাওয়ায় বিদ্যুৎ সংযোগের গভীর নলকূপের এলাকায় ব্যক্তিমালিকানাধীন এক ডজনেরও বেশি অগভীর নলকূপ অব্যাহতভাবে সেচের কাজ করছে।
ধুনট উপজেলার কৃষক আকবর মোল্লা টেলিফোনে জানান, 'লোডশেডিংয়ের কারণে গত বোরো মৌসুমে দুবার পানির পাম্পের মোটর নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সংকট। দিনরাতে ১৪-১৫ বার শোডশেডিং হচ্ছে। ফলে পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের আশায় বসে থাকতে হচ্ছে।'
বরিশালের মুলাদির কৃষক মোশারফ হোসেন জানান, সাত দিন রাত জেগে তিনি তাঁর বোরো জমির মাত্র এক-তৃতীয়াংশে সেচ দিতে পেরেছেন। তিনি বলেন, দিনে দু-এক ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না।
বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ওজোপাডিকো) নিয়ন্ত্রণ কক্ষের হিসাবে, বরিশাল সিটি করপোরেশন, সদর উপজেলা, মুলাদি, মেহেন্দীগঞ্জ, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, স্বরূপকাঠি, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলায় বিদ্যুতের গড় চাহিদা দিনে ৪২ এবং রাতে ৬০ মেগাওয়াট। অথচ গত ৪ ফেব্রুয়ারি বরাদ্দ মেলে দিনে ৩০ এবং রাতে ৩২ মেগাওয়াট। তাঁরা জানান, গত বছর শুধু সেচের জন্য দুই মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করেছিল সরকার। এ বছর তাও নেই।
কৃষি অধিদপ্তর বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মো. শাহ্ আলম কালের কণ্ঠকে জানান, এবার বরিশাল কৃষি অঞ্চলের ১১ জেলার ৩৫ লাখ এক হাজার ৪৬৬ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ২২ লাখ তিন হাজার ১১৪ হেক্টরে চাষ শেষ হয়েছে, যার শতকরা হারে ৬৩ দশমিক ৪৮ শতাংশ। দ্রুতই অবশিষ্ট জমি চাষ হয়ে যাবে।
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান নূরুল ইসলাম ঠাণ্ডু কালের কণ্ঠকে বলেন, বর্তমানে বিএমডিএর ১২ হাজার ৬৯৭টি পাম্পের দৈনিক চাহিদা ৫৫০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে ৩৩০ থেকে ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ মাসে বিদ্যুৎ বিভ্রাট যাতে না হয়, সে ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
পিডিবি বগুড়ার নির্বাহী প্রকৌশলী ইস্কেন্দার আরিফ বলেন, বগুড়ায় বিদ্যুতের চাহিদা প্রতিদিন ১০৮ মেগাওয়াট হলেও সরবরাহ গড়ে মাত্র ৫২ মেগাওয়াট।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবারের বোরো মৌসুমে ৪৭ লাখ ৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছয় লাখ ৫০ হেক্টরে হাইব্রিড, ৫০ হাজার হেক্টরে স্থানীয় জাত এবং অবশিষ্ট ৪০ লাখ ৫০ হাজার হেক্টরে দেশি উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান চাষ হচ্ছে। তবে উৎপাদন চিত্র নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান হিসাবের গরমিল করার কারণে এবারই প্রথমবারের মতো উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।
পানির স্তর নামছেই : তিন বছর ধরে ক্রমেই বৃষ্টি কমছে। ফলে পানির স্তর নেমে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাম্প্রতিক করা গবেষণা তথ্যের উদ্ধৃতি দিয়ে অধ্যাপক ড. গোলাম সাবি্বর সাত্তার তাপু বলেন, বৃষ্টির অভাবে উত্তরাঞ্চলে ভূমির আর্দ্রতা আশঙ্কাজনক হারে কমছে। পাউবোর সাবেক প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে সংশ্লিষ্ট নদ-নদীগুলো বেশির ভাগ সময় শুষ্ক থাকছে। তিনি জানান, উত্তরাঞ্চলের বরেন্দ্রভূমিতে ১৯৯১ সালে পানির স্তর ছিল ভূগর্ভের ৬২ ফুটের মধ্যে। ২০০০ সালে তা ১১০ ফুটে নেমে যায়। এখন এ স্তর স্থানভেদে ১২০ থেকে ১৪০ ফুটের মধ্যে। বিষয়টি আতঙ্কজনক।