Saturday, October 06, 2012

রামুতে ড. মিজানুর রহমানঃ অপরাধী ধরার নামে নিরীহ কাউকে হয়রানি করা যাবে না

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান রামুর বৌদ্ধ বিহারগুলোতে তাণ্ডবের ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে বলেছেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা দেশ ও জাতির শত্রু।

তাদের কোনো ধর্ম-পরিচয় নেই। তিনি বলেন, এদের চিহ্নিত করে কঠোর বিচারের মুখোমুখি হাজির করতে হবে। মানবাধিকার কমিশন চেয়ারম্যান গতকাল দুপুরে কক্সবাজারের রামু উপজেলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বসতি ও মন্দির পরিদর্শনে এসে বৌদ্ধ ধর্মীয় নেতা, স্থানীয় জনতা ও সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। ড. মিজান আইনশৃঙ্খলা বাহিনীকে হুশিয়ার করে দিয়ে আরও বলেছেন, এ ঘটনায় অপরাধী ধরার নামে কোনোভাবেই নিরীহ লোকজনকে হয়রানি করা যাবে না। নিরীহ লোকজনকে আটক করা হলে আবারও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অতীতে অনেক মামলায় নিরীহ ব্যক্তিকে আটক করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে। রামুর ঘটনায় যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
তিনি আরও বলেন, সহিংসতায় জড়িতদের পাশাপাশি কর্তব্য পালনে চরম উদাসীনতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ জন্য এরাও সমঅপরাধে অপরাধী।

No comments:

Post a Comment