Monday, February 11, 2013

চকরিয়া বিমানবন্দরের উত্তরাংশ অরক্ষিত চলছে পাথর ও ইট চুরি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত চকরিয়া বিমানবন্দরের উত্তরাংশ অরক্ষিত হয়ে পড়েছে। অরক্ষিত ওই অংশ থেকে দিন-রাত সমানে পাথর ও ইট চুরি হয়ে যাচ্ছে।
জানা যায়, দীর্ঘদিন বিমানবন্দরটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার পর এর সিংহভাগ অংশ বর্তমানে সেনা ক্যাম্প নিয়ন্ত্রণে নিয়েছে। তবে বিমানবন্দরের উত্তরাংশ চকরিয়া পৌর এলাকার জেলেপাড়া এখনও অরক্ষিত। এ সুযোগে স্থানীয় কিছু লোক দিন-রাত সমানে বিমানবন্দরে ইট ও পাথর খনন করে নিয়ে যাচ্ছে। গত ক'দিন আগে চকরিয়া থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর থেকে পাথর পাচারকালে সিলেট-ড ১১-১২৭৪ ও ঢাকা মেট্রো-ড ১১-২৮৪৬ নম্বরের দুটি ট্রাক আটক করে থানায় নিয়ে যায়। পরে রহস্যজনকভাবে পাথরভর্তি ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে ছেড়ে দেওয়া হয় পাচারকারী দলের সদস্যসহ ট্রাকের চালক ও হেলপারকে। এভাবে হাতেনাতে পাকড়াও করার পর পাচারকারীদের ছেড়ে দেওয়ায় বিমানবন্দরের পাথর ও ইট পাচার বন্ধ করা যাচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেন।

No comments:

Post a Comment