Friday, June 22, 2012

পেকুয়ার মগনামায় পোনা ধরা বন্ধ

কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন মগনামার সাগরচরে মৎস্যজীবীদের কাছ থেকে অঘোষিত ট্যাক্স আদায় এবং আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে জেলে ও মৎস্যজীবীরা ১৫-২০ দিন ধরে পোনা ধরা বন্ধ রেখেছেন।

দুই সপ্তাহের ব্যবধানে থানায় দুটি মামলায় অর্ধশতাধিক লোককে আসামি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আর এতে পক্ষ-বিপক্ষের মধ্যে বেশ কয়েকদফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরীসহ অনেকে।
সাগরের নিকটবর্তী মগনামা ইউনিয়নের পশ্চিমের কুতুবদিয়া চ্যানেলের চরে দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ সংশ্লিষ্ট এলাকার শত শত মৎস্যজীবী সাগরে জাল বসিয়ে গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা আহরণ করে আসছিলেন।
পেকুয়া থানার ওসি নুরুল আমিন জানান, মগনামায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ শিগগিরই সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালাবে। কোনোভাবেই সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না।

No comments:

Post a Comment