Monday, September 24, 2012

কক্সবাজারে সড়ক সংস্কারের দাবিতে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ

কক্সবাজারের রামু উপজেলার সড়কগুলো সংস্কার ও নদী ভাঙনরোধের দাবিতে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রামু উপজেলার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। একই সময়ে এলাকার সচেতন মানুষ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী ও গাড়ি চালক শ্রমিকদের অংশগ্রহণে রামু সদরের চৌমুহনীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, কক্সবাজারের প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মোশতাক আহমদ, এডভোকেট নুরুল ইসলাম, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান নুশরাত জাহান মুন্নী, রামু প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম।

মানববন্ধন কর্মসূচিতের বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অনেক আবেদন নিবেদন করেও রামু উপজেলার আভ্যন্তরীণ সড়ক সংস্কার ও নদী ভাঙনরোধে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। মানববন্ধনে এলাকাবাসীর পাশাপাশি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন।

No comments:

Post a Comment