Sunday, May 04, 2014

আসামে মৃতদের দাফনে পরিবারের অস্বীকৃতি @মানবজমিন

ভারতের আসাম রাজ্যে ৩২ মুসলিম নিহত হওয়ার পর কোকড়াঝাড়, চিড়াং ও বকসা জেলায় কারফিউ জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনা। এদিকে মৃতদের শোকাহত পরিবার একদিকে যেমন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তেমনি অপরদিকে সরকারের প্রতি ক্ষুব্ধ। তারা তাদের এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগইয়ের সফর দাবি করেছেন। মুখ্যমন্ত্রী সশরীরে এসে তাদেরকে আশ্বস্ত না করা পর্যন্ত তারা নিহতদের দাফন করবে না বলে জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। নানকেখাদ্রাবারি এলাকায় ক্ষুব্ধ প্রতিবাদকারীরা জানিয়েছে, তরুণ গগই ব্যক্তিগতভাবে তাদের জান-মালের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত না করা পর্যন্ত তারা নারী শিশুসহ ১৮ জনের মরদেহ শেষকৃত্য সম্পন্ন করবে না। সংবাদ কর্মীদের তারা বলেন, আমাদের জীবনের কি কোন মূল্য নেই? আমরা শুধু দাবি করছি যে আমাদের নিরাপত্তা দেয়া হোক। আমাদেরকে যেন ভবিষ্যতে হামলা আর হত্যা না করা হয়। তারা অভিযোগ করে, জেলা কর্তৃপক্ষ সহিংসতায় আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার পরিবর্তে আমাদেরকে হুমকি দিচ্ছে, মৃতদের জানাজা না করলে গ্রেপ্তার করা হবে। শোকাতুর ও ক্ষুব্ধ এলাকাবাসী মুখ্যমন্ত্রীর সফরের যে দাবি উঠিয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক সূত্র থেকে তাৎক্ষণিক কোন জবাব পাওয়া যায়নি। ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত এনডিএফবি-এস এর উগ্রপন্থি জঙ্গিরা শুক্রবার রাতে ১৮ জনকে গুলি করে হত্যা করে আর শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়। ১লা মে থেকে তারা বকসা ও কোকরাঝাড় জেলায় মুসলিম সম্প্রদায়ের ওপর হত্যাজজ্ঞ শুরু করেছে। সহিংসতায় এ পর্যন্ত মোট ৩২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অনেকে। আর ওই দুটি জেলায় হাজারেরও বেশি এখন ঘরছাড়া।

No comments:

Post a Comment