Saturday, January 01, 2011

বড়পুকুরিয়া খনি এলাকায় আবার সংঘর্ষ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ক্ষতিগ্রস্তদের দুই পক্ষে আবার সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ভূমি ও সম্পদ রক্ষা কমিটি এবং জীবন ও সম্পদ রক্ষা কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষ বাঁধলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় দুটি মটর সাইকেল ভাংচুর হয় বলে স্খানীয়রা জানায়।
পার্বতীপুর থানার ওসি নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, দুপুরে পার্বতীপুর বাজারে সংঘর্ষ বাঁধার উপক্রম হলে কাঁদানে গ্যাস ছুড়ে দুই পক্ষকে হটিয়ে দেয়া হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ওই দুই সংগঠনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়। এরপর থেকে ওই এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে। মোতায়েন রয়েছে দাঙ্গা পুলিশ।
পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার জমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার সম্প্রতি একটি প্যাকেজ ঘোষণা করে। জীবন ও সম্পদ রক্ষা কমিটি সরকারের এ প্যাকেজ মেনে নিলেও ভূমি ও সম্পদ রক্ষা কমিটি তা প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্খান নেয়।
শুক্রবার সংঘর্ষের জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে।

No comments:

Post a Comment