Sunday, February 12, 2012

তথ্যসেবা দিতে সরকারি কর্মকর্তারা বাধ্য

তথ্য জানার অধিকার দেশের প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেছেন,
এ আইনের আওতায় তথ্য সেবা প্রদানে সরকারি কর্মকর্তারা বাধ্য থাকবেন।

জনগণের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করেছেন।

শনিবার কক্সবাজার মোটেল শৈবালের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে সকাল ১১টায় শুরু হওয়া দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল ১৯ বাংলাদেশ ও তথ্য কমিশনের যৌথ উদ্যোগে তৃণমূল পর্যায়ে তথ্য আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম ও কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারী।

আর্টিকেল ১৯ বাংলাদেশ-এর দক্ষিণ এশীয় পরিচালক তাহমিনা রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজার জেলার ৮ উপজেলা থেকে বিভিন্ন দপ্তরের ৫২ জন সরকারি কর্মকর্তা, ৮ জন দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষ ও ৫ জন প্রকৌশলী অংশ নেন।

No comments:

Post a Comment