Sunday, June 03, 2012

কক্সবাজারে বিজিবি-নাসাকা সমন্বয় সভা

কক্সবাজারে সেক্টর কমান্ডার বিজিবি চট্টগ্রাম এবং ডাইরেক্টর নাসাকা-এর মধ্যে আগামী ২২ থেকে ২৬ জুন অনুষ্ঠিতব্য বিজিবি ও নাসাকার মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের একটি প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিজিবি রেস্ট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়। ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কক্সবাজার এ সভার আয়োজন করে।

সভায় মায়ানমারের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন নাসাকা ডাইরেক্টর অং জি। এবং বিজিবির আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি চট্টগ্রাম সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম ফারুক নুরে কমর চৌধুরী, পিএসসি।

সভায় আগামী ২২ থেকে ২৬ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য বিজিবি ও নাসাকার মাহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন নিয়ে আলোচনা করা হয়।

১৯৯৩ সালের পর বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর মহাপরিচালক পর্যায়ের বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও চোরাচালান রোধে পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

No comments:

Post a Comment