Thursday, September 06, 2012

১৪ কেজি ওজনের কোরাল শুঁটকির দাম ৩০ হাজার টাকাঃ ১২ কেজি শৈল মাছের শুঁটকি ৩২ হাজার

পর্যটন মওসুম শুরুর সাথে সাথে সৈকত নগরী কক্সবাজারের শুঁটকির দোকানগুলো সেজেছে বিশেষ সাজে। ইতোমধ্যে ব্যবসায়ীরা সংগ্রহ করেছেন নানান পদের শুটকি। এসব শুঁটকির মধ্যে বড় আকারের দুটি মাছ এখন সবার নজর কাড়ছে।

মাছ দুটি দোকানে তুলেছেন শহরের বড়বাজারের শুঁটকি মার্কেটের মেসার্স বশির আহাম্মদ অ্যান্ড সন্সের মালিক বশির আহাম্মদ।
শুটকি ব্যবসায়ী বশির কালের কণ্ঠকে জানান, চলতি মওসুমের শুরুতে তিনি ১০ থেকে ১৫ প্রজাতির মাছের শুটকি দিয়ে তার দোকান সাজিয়েছেন। এর মধ্যে তিনি ১৪ কেজি ওজনের একটি সামুদ্রিক কোরাল এবং ১২ কেজি একটি সামুদ্রিক শৈল মাছের শুটকি সংগ্রহ করেছেন। তিনি কোরাল শুটকিটির দাম হেঁকেছেন ৩০ হাজার টাকা এবং ৩২ হাজার ৪০০ টাকা দাম চেয়েছেন শৈল মাছের। ইতোমধ্যে শুটকি দুটি যথাক্রমে ২০ হাজার ও ২৩ হাজার টাকায় কয়েকজন পর্যটক কিনতে চেয়েছেন বলে বশির জানান।
কক্সবাজার শহরের বড়বাজারের শুটকি মার্কেট ছাড়াও বার্মিজ মার্কেট,
ফায়ার ব্রিগেড মসজিদ সংলগ্ন এলাকা ও সৈকত এলাকা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য শুটকির দোকান। এসব শুটকির দোকানে এখন মিলছে নানান প্রজাতির শুঁটকি।

No comments:

Post a Comment