Wednesday, February 13, 2013

সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পযর্টকবাহী একটি জাহাজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী ছয়টি জাহাজে অভিযান চালিয়ে ধারণ ক্ষমতার বেশি পযর্টক বহন করার অভিযোগে এলসিটি কাজলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রসঙ্গত, শনিবার সমুদ্রে জাহাজে-জাহাজে ধাক্কা দেওয়ায় এলসিটি কুতুবদিয়া ও এমভি ফারহানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল।

No comments:

Post a Comment