Sunday, December 19, 2010

সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: মুহাম্মদ হাবিবুর রহমান

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘দেশ অনেক দূর এগিয়েছে। এখানেই থেমে থাকলে চলবে না, আমাদের আরও এগোতে হবে। সমাজের সব দায়িত্ব শুধু নির্বাচিত প্রতিনিধির ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রের সূচকে প্রথম শ্রেণীতে উঠতে হলে স্বচ্ছ নির্বাচন ও জনগণের স্বাধীনতা নিশ্চিত করাসহ সরকারের জনমুখী কর্মপদ্ধতি ও রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।
এ জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’
আজ শনিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দি হাঙ্গার প্রজেক্টের দশম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দি হাঙ্গার প্রজেক্টের গ্লে¬াবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান প্রমুখ। ‘আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না’ এই বিশ্বাসে আয়োজিত এ অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি উজ্জীবক উপস্থিত ছিলেন।
এ এস এম শাহজাহান বলেন, ‘জাতি হিসেবে আমাদের সততা, ত্যাগ ও ঐক্যের বড় অভাব। অথচ এগুলোর গুণেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার স্বপ্ন এখন জাতির জন্য বড় প্রয়োজন হয়ে পড়েছে।’
আইরিন খান বলেন, উজ্জীবকরা প্রতিদিন তাঁদের সমাজ ও পরিবেশে একটু একটু করে কাজ করে সমাজটাকে বদলে দিচ্ছেন। সব উজ্জীবক দেশবাসীর হাতে হাত মিলিয়ে কাজ করলে দেশ আরও সমৃদ্ধ হবে।
উজ্জীবকদের দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে তাঁদের উদ্দেশে বদিউল আলম মজুমদার বলেন, ‘আপনাদের যা কিছু আছে তা নিয়েই লড়াই করছেন ক্ষুধা, অশিক্ষা, দুর্নীতি আর মানুষের অধিকার হরণের বিরুদ্ধে। আপনারা উন্নয়নকে আন্দোলনে পরিণত করেছেন, আপনাদের তাই জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
উজ্জীবক পুনর্মিলনের আহ্বায়ক ফাহমিদা নবী বলেন, ‘আমরা দেশ গড়তে যে অনেক কিছুই করতে পারি তা নয় মাসের মুক্তিযুদ্ধে দেখিয়েছি।’
অনুষ্ঠানে নিজ খরচে সারা দেশ থেকে আসা উজ্জীবকদের বেশ কয়েকজন তাঁদের এলাকার উজ্জীবকদের সফল কর্মকাণ্ড তুলে ধরেন। এরপর উজ্জীবকেরা দেশাত্মবোধক সংগীত, নৃত্য এবং জারিগান পরিবেশন করেন।

No comments:

Post a Comment