Sunday, December 19, 2010

 শেয়ারবাজারে ধসঃ সাধারণ বিনিয়োগকারীদের বিক্ষোভ, ভাঙচুর

শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচকের পতন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যাওয়ায় বিক্ষুব্ধ সাধারণ বিনিয়োগকারীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাঁরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে রেখেছেন বলে জানা গেছে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
তাঁদের ছোড়া ইটের আঘাতে দৈনিক কালের কণ্ঠের ফটোসাংবাদিক খোরশেদ আলম আহত হন। বিনিয়োগকারীরা শাপলা চত্বরের কাছে একটি বাসও ভাঙচুর করেন। এদিকে আজ রোববার ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে সাধারণ মূল্যসূচক প্রায় ৩০০ পয়েন্টের বেশি কমে যায়। এ সময় আতঙ্কগ্রস্ত বিনিয়োগকারীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করেন। তাঁরা এসইসির বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন। এ সময় ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি মোকাবিলায় ডিএসইর সামনে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:

Post a Comment