Wednesday, January 05, 2011

সভা-সমাবেশে বাধা দিলে হরতাল: খালেদা জিয়া

ভা-সমাবেশ করতে বাধা দিলে হরতাল ডাকার হুমকি দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী যুবদলের এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

খালেদা বলেন, "আমরা সভা-সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাই। কিন্তু সরকার এসব কর্মসূচিতে পদে পদে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। সরকারকে বলতে চাই- এভাবে কর্মসূচিতে বাধা দিলে হরতালের মতো কর্মসূচি দেওয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর থাকবে না।''

রাতে গুলশানের কার্যালয়ে যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'অঙ্গীকার' শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন বিএনপি চেয়ারপারসন। গত ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বর্তমান সরকারকে 'ফ্যাসিস্ট ও একদলীয়' আখ্যায়িত করে খালেদা বলেন, তারা (সরকার) গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক কর্মসূচি করতে বাধা দেয়।

বিরোধী দলীয় নেতা সরকারের 'নতজানু' পররাষ্ট্র নীতির সমালোচনা করে বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের হাজার হাজার একর জমি দখল করে নিচ্ছে। ধান কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকার নিশ্চুপ হয়ে বসে আছে। প্রতিবাদ করতে চায় না। তিনি পরীক্ষিত নেতাদের দায়িত্ব দিয়ে যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাও নিদের্শ দেন। কমিটিতে যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন না, তাদের বাদ দিয়ে যারা দায়িত্ব নিয়ে কাজ করবে তাদেরকে কমিটিতে নিতে বলেন।

এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন সতর্ক করে দিয়ে বলেন, "যুবদলের কমিটি দুর্বল হলে সেই কমিটি আমি রাখব না। এটা কেবল যুবদলই নয়, মূলদলসহ ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের ক্ষেত্রেও তাই হবে। যারা কমিটিতে কাজ করছেন না, তাদের বাদ দিতে হবে।'' এ সময় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল, মহানগর নেতা হামিদুর রহমান হামিদ, এস এম জাহাঙ্গীর, মামুন হাসান, রফিকুল আলম মজনু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment