Wednesday, January 05, 2011

বখাটেকে সাজা: ছাত্রীর চাচাতো ভাইকে হত্যা

ওগাঁয় বখাটেকে সাজা দেওয়ার তিনদিন পর উত্ত্যক্তের শিকার ছাত্রীর চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলার বদলগাছী উপজেলার জগন্নাথপুর গ্রামের ওই বখাটের আত্মীয়রা সোমবার একই গ্রামের বাবুল আক্তারকে (৪২) পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার বখাটের বাবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বদলগাছী থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিকাল ৫টার দিকে সাজাপ্রাপ্ত বখাটের বাবা আব্দুস ছাত্তার (৬২) ও তাদের পক্ষের বান্নীসার গ্রামের তাইজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, সামছুল আলমের মেয়ে বদলগাছী কলেজের øাতক (পাস) প্রথমবর্ষের ছাত্রীকে একই গ্রামের ছাত্তারের ছেলে ফজলে রাব্বী রিপন ওরফে ধলা (২৪) উত্ত্যক্ত করে আসছিলেন। ৩০ ডিসেম্বর সকালে বাড়ি গিয়ে উত্ত্যক্ত করলে রিপনকে আটক করে পুলিশে খবর দেয় ছাত্রীটির আত্মীয় স্বজন।

পরে ভ্রাম্যমাণ আদালত রিপনকে এক বছরের কারাদণ্ড দেয়। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রিপন বর্তমানে কারাগারে আছেন। ছাত্রীটির বাবা সামছুল আলম জানান, ঘটনার পর থেকেই রিপনের পরিবারের সদস্য ও আত্মীয়রা প্রতিশোধ নেওয়ার জন্য তাদের হুমকি দিয়ে আসছিলো।

তিনি অভিযোগ করেন, স্থানীয় আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম তাদের মদদ দিচ্ছেন। তিনি বিষয়টি জানিয়ে চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। সামছুল আলম জানান, এতে ছাত্তার ও তার আত্মীয় স্বজন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা রোববার সন্ধ্যায় প্রকাশ্যে জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করে মারধর করার ঘোষণা দেয়।

তিনি জানান, সোমবার দুপুরে তার ভাইপো বাবুল আকতার ও বোন রেখা বেগমকে (৩৮) সেনপাড়া ইটভাটার সামনে পেয়ে তারা মারধর করে। আহত অবস্থায় দুজনকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বাবুলের অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ১১টার দিকে বাবুলের মৃত্যু হয়।

পুলিশ জানায়, বাবুলের বাবা আব্দুল লতিফ বাদি হয়ে বদলগাছী থানায় একটি মামলা করেছেন। এতে নয়জনকে আসামি করা হয়েছে। থানায় বসে লতিফ অভিযোগ করেন, পুলিশ মামলা গ্রহণের সময় ইউপি চেয়ারম্যান সামছুল আলমের নাম বাদ দিয়েছে। তবে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাদি ইচ্ছা করলেই চেয়ারম্যানকে আসামি করতে পারেন।

No comments:

Post a Comment