Thursday, February 09, 2012

চবিতে দুই শিবির নেতাকে হত্যার প্রতিবাদে শহর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের উপর ছাত্রলীগ ও পুলিশের বর্বরোচিত ও নৃশংস হামলায়
দুই শিবির নেতা মাসুদ বিন হাবিব ও মুজাহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে ককসবাজার শহর ছাত্রশিবিরের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বার্মিজ মার্কেটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতির বক্তব্যে শহর ছাত্রশিবির সভাপতি আবু নাঈম মুহাম্মদ হারুন বলেন, সরকারের প্রত্যক্ষ ইন্দনে ও পুলিশ বাহিনীর সহযোগীতায় ছাত্রলীগ সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে এবং শিক্ষাঙ্গনের সুন্দর পরিবেশকে বিনষ্ট করছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা করে দুই মেধাবী ছাত্রনেতাকে হত্যা করেছে। কিন্তু সরকার ও পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার না করে উল্টো ছাত্রশিবির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে। তিনি অবিলম্বে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রনেতা হত্যার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে খুনি ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও অন্যায় ভাবে গ্রেফতারকৃত ছাত্রশিবির নেতা কর্মীদের মুক্তির জোর দাবী জানান। অন্যথায় ছাত্রশিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে কঠিন কর্মসূচীর মাধ্যমে সরকার পতনের কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষনা করতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। শহর সেক্রেটারী সরওয়ার কামাল সিকদারের পরিচালনায়  অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, জেলা সভাপতি আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা সেক্রেটারী দিদারুল ইসলাম এবং শহর ও থানা শাখার নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment