Tuesday, June 12, 2012

কূটনৈতিক অদক্ষতায় সৌদি আরবে ২৫ লাখ শ্রমিক দুর্ভোগে

কূটনৈতিক অদক্ষতার কারণে সৌদি আরবে অবস্থানরত কক্সবাজারসহ সারা দেশের অন্তত ২৫ লাখ শ্রমিক চরম দুর্ভোগে রয়েছে।

সোমবার বিকেলে শহরের এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশীদের স্বজনরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন সিকদার তাজমহল অভিযোগ করেন, “সৌদি কর্তৃপক্ষ বিনা নোটিশে আকামা ইস্যু এবং নবায়ন বন্ধ করে দিয়েছে। মে মাসে সৌদি আরবের জেদ্দা, দাম্মামা, খোবা, তায়েফ ও রিয়াদের বিভিন্ন শিল্প-কারখানা এবং ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার বাংলাদেশী শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। চাকরি হারানো ওইসব শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে।”

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, প্রবাসীরা বার বার চেষ্টা করেও বাংলাদেশ দূতাবাসের লেবার অফিসারের সাক্ষাৎ পাচ্ছে না।

এক দিকে সৌদি নিয়োগকর্তারা বাংলাদেশী শ্রমিক নিচ্ছে না অপর দিকে শ্রম অধিদফতরের অনেক শ্রমিকের করা আবেদনও ফেলে রাখা হয়েছে। প্রবাসীদের এ দুরাবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।

No comments:

Post a Comment