Tuesday, June 12, 2012

কক্সবাজার সরকারি মহিলা কলেজে বাণিজ্য বিভাগ চালু

প্রতিষ্ঠার ১৪ বছর পর কক্সবাজার সরকারি মহিলা কলেজে বাণিজ্য বিভাগ চালু হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণীতে বাণিজ্য বিভাগে ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা কলেজ কর্তৃপক্ষের কাছে ফ্যাক্সযোগে পাঠানো হয়েছে।
কক্সবাজার সরকারি মহিলা কলেজে বাণিজ্য বিভাগ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এ কে ফজলুল করিম চৌধুরী। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় কলেজটিতে বাণিজ্য বিভাগে ছাত্রী ভর্তির সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। বিষয়টি গতকাল ফ্যাক্সবার্তায় কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আহমদ নবী বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে। চলতি বছর ১৫০ জন ছাত্রী বাণিজ্য বিভাগে ভর্তির সুযোগ পাবে।
কক্সবাজার শহরের ঝাউতলায় ১৯৯৬ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৮ সালের ১২ নভেম্বর কলেজটি জাতীয়করণ করা হয়। স্নাতক পর্যায়ের এ কলেজটির ছাত্রীসংখ্যা বর্তমানে এক হাজার ১৯৪ জন।

No comments:

Post a Comment