Saturday, June 02, 2012

রামুতে বাচ্চা হাতির মৃত্যু

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন কচ্ছপিয়া ইউনিয়নের ঘিলাতলী বনবিট এলাকায় একটি বাচ্চা হাতি মারা গেছে।

হাতিটির বয়স পাঁচ বছর বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বিকেলে ঘিলাতলী বনবিট কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সরেজমিন পরিদর্শন করে এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বিট কর্মকর্তা ফোর্স নিয়ে ছাগল খাইয়া আগা এলাকায় টহলে যায়। এ সময় মৃত প্রাণীর দুর্গন্ধ পেলে তারা পুরো এলাকা ঘুরে দেখে। এক পর্যায়ে ওই এলাকার একটি ঝিরির মধ্যে চার থেকে পাঁচ ফুট লম্বা মৃত একটি বাচ্চা হাতি দেখতে পায়।

তবে বিট অফিসার ইসমাইল হোসেন ধারণা করছেন পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে বাচ্চাটি মারা গিয়ে থাকতে পারে। 

বাকখালী রেঞ্জ কর্মকর্তা আব্দুল ওয়াহাব জানান, শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে তিনি হাতিটির বিষয়ে ময়না তদন্ত ও জিডি করাসহ সবকিছুর প্রস্তুতি নেন।

শনিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান।

No comments:

Post a Comment