Thursday, January 17, 2013

কক্সবাজারে জেলা জামায়াতের আমির গ্রেফতারঃ রোববার হরতাল

কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির ও উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
এর প্রতিবাদে রোববার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের একটি দল উখিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

এবিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. আজাদ মিয়া বাংলানিউজকে জানান, উখিয়ায় গত ৩০ সেপ্টেম্বর বৌদ্ধ বিহার ভাঙচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শাহজালাল চৌধুরী।

অনেকদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রকাশ্যে আসেন। কিন্তু একই ঘটনায় আরও ৬টি মামলায় রয়েছে। ওই সব মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

উখিয়ার কয়েকজন জামায়াত নেতাকর্মী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উখিয়ার নিজ বাড়ি থেকে উখিয়া চেয়ারম্যান শাহজালাল চৌধুরীকে গাড়িতে কক্সবাজারের দিকে নিয়ে আসে।

রাত ৮টার দিকে উখিয়া চেয়ারম্যান শাহজালাল চৌধুরীকে নিয়ে কয়েকটি গাড়ি কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছে।

রাত পৌন ১০টা পর্যন্ত এ ব্যাপারে কোনো কথা না বললেও পরে পুলিশ সুপার এর সত্যতা স্বীকার করেন।

এর আগেই অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীকে পুলিশের একটি দল আদালতে নিয়ে যান।

কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ বাংলানিউজকে জানান, কোনো মামলা ছাড়াই তাকে পুলিশ আটক করেছে। এর প্রতিবাদে রোববার কক্সবাজার জেলাব্যাপী সকাল-সন্ধ্যায় হরতাল কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

এদিকে, এ ঘটনার জের ধরে উখিয়ায় সড়ক অবরোধ করেছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

পরে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment