Saturday, February 09, 2013

গানে গানে জমায়েত বাড়ছে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে

প্রতিবাদী ও দেশের গানে গানে জমায়েত বাড়তে শুরু করেছে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে। শনিবার বিকেল ৪টা থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে
কাদের মোল্লারসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে গানের সঙ্গে সঙ্গে চলছে স্লোগান। রাজাকারের ফাঁসির দাবি নানা স্লোগানে স্লোগানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের কর্মীরা সংহতি প্রকাশ করে অবস্থান নিয়েছেন।
এরই মধ্যে যেখানে এক নারী অবস্থান করেছে নতুন করে। একই সঙ্গে জেলা সিপিবির সভাপতি দিলীপ দাশ, সাধারণ সম্পাদক নাসির আহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক নজিবুল ইসলাম, জেলা খেলাঘর সভাপতি জাহেদ সরওয়ার সোহেল, যুবনেতা মোহাম্মদ হোসেন মাসু, সাংস্কৃতিক সংগঠন করিম উল্লাহ, কবি মানিক বড়ুয়া, যুবনেতা শংকর বড়ুয়া রুমি, সংবাদকর্মী নুপা আলম, ইমরুল কায়েস, ছাত্রনেতা শহিদুল্লাহসহ বিভিন্ন নেতারা সংগ্রাহ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন।

এতে গান পরিবেশন করে উদীচী ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা।

জেলা খেলাঘর সভাপতি জাহেদ সরওয়ার সোহেল বাংলানিউজকে জানিয়েছেন, অবস্থান কর্মসূচিতে শাহবাগের শপথ বাক্য পাঠ এবং রাতভর অবস্থান করা হবে।

প্রসঙ্গত, কক্সবাজারের সচেতন ছাত্র সমাজের ব্যানারে বুধবার থেকে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment