Monday, January 03, 2011

দুদকের মামলায় হাজি সেলিমের সাজা বাতিল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজি সেলিমের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এম এ হাই ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সেলিমের আপিল মঞ্জুর করে এ রায় দেন।

আদালতে হাজি সেলিমের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার, সাঈদ আহমেদ ও দুদকের পক্ষে এম এ আজিজ খান মামলা পরিচালনা করেন। সাঈদ আহমেদ প্রথম আলোকে জানান, আদালত সাজার রায় বাতিল ঘোষণা করেছেন।
জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের সেপ্টেম্বরে দুদক হাজি সেলিমের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল বিশেষ জজ আদালতের রায়ে তাঁকে ১৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। এর বিরুদ্ধে সেলিম হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে আপিল মঞ্জুর করে রায় দেন আদালত।

No comments:

Post a Comment