Saturday, May 26, 2012

উখিয়ায় সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তাসহ আহত ৪

কক্সবাজারের উখিয়ার তুতুরবিল গ্রামে একদল সন্ত্রাসী বসতভিটায় হামলা চালিয়ে বাড়িঘরে লুটপাট করে গৃহবধূ ও সাবেক সেনা কর্মকর্তাসহ ৪ জনকে গুরুতর আহত করেছে।

আহতদের উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে সাবেক সেনা কর্মকর্তা বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের সন্ত্রাসী ছৈয়দুজ্জামান মুন্সি ও আবদুর রহিম সেলিমের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসী পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার সকাল ১০টায় সাবেক সেনা সার্জেন্ট কবির আহমদ বাবুলের বসতভিটায় হামলা চালায়। তারা বাড়িতে ঢুকে মালপত্র লুট করতে থাকে। এ সময় বাধা দিতে গিয়ে সাবেক সেনা কর্মকর্তার স্ত্রী পিয়ারা পারভীন (৪০), ছেলে মাসুদ পারভেজ সোহাগ ও মোস্তাফা কামালকে আহত করা হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে। ঘটনাস্থল উখিয়া পুলিশ পরিদর্শন করেছে।

No comments:

Post a Comment