Friday, June 29, 2012

কক্সবাজারে আরও ৪ লাশ উদ্ধারঃ মৃতের সংখ্যা ৪৮

কক্সবাজার জেলায় আরও ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জেলায় চলমান দুর্যোগে ৪৮ জনের প্রাণহানি ঘটেছে। এদিকে রামুতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ১২ জনের সন্ধান এখনও মিলেনি।

শুক্রবার দুপুর ২টায় কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর উপজেলার খুটাখালীতে পানিতে ভেসে যাওয়া ২ শিশুর লাশ পাওয়া যায়।
শুক্রবার চকরিয়া উপজেলায় এক নারীর ও রামু উপজেলার মিঠাছড়িতে এক শিশুর লাশ পাওয়া যায়। ফলে কক্সবাজারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।

প্রাপ্ত তথ্য মতে, এ পর্যন্ত কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছেন ২৯ জন, বজ্রপাতে ৬ জন, দেয়াল চাপায় ৩ জন ও পানিতে ডুবে মারা গেছেন ১০ জন।

এর মধ্যে পাহাড় ধসে রামু উপজেলায় ৪ জন, চকরিয়ায় ১০ জন, পেকুয়ায় ২ জন, মহেশখালীতে ৩ জন ও উখিয়া উপজেলায় ১০ জনের মৃত্যু হয়েছে।

বজ্রপাতে চকরিয়া উপজেলায় ৩ জন, পেকুয়ায় ২ জন ও মহেশখালীতে ১ জনের মৃত্যু হয়েছে।

দেয়াল চাপায় কক্সবাজার সদরে ২ জন ও মহেশখালীতে ১ জনের এবং পানিতে ডুবে কক্সবাজার সদরে ৩ জন, চকরিয়ায় ১ জন, রামুতে ৪ জন ও কুতুবদিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. জয়নুল বারী বাংলানিউজকে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

No comments:

Post a Comment