Wednesday, June 06, 2012

মহেশখালীতে ১৮ গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত

পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল সোমবার সকালে চারটি ইউনিয়নের অন্তত ১৮টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ফলে গতকাল ও গত রোববার দুই দিনে পূর্ণিমার জোয়ারের কবলে পড়ে ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকালে উপজেলার ছোট মহেশখালী, মাতারবাড়ী, ধলঘাটা ও শাপলাপুর ইউনিয়নের অন্তত ১৮টি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া ধলঘাটার সরইতলা ও নতুন ঘোনায় দুটি স্থানে বেঁড়িবাধ ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। বসতবাড়িতে পানি ওঠায় ক্ষতির সম্মুখীন হয়েছে চার ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, পূর্ণিমার জোয়ারের প্রভাবে ধলঘাটার পশ্চিমে দুটি স্থানে বাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

No comments:

Post a Comment