Tuesday, July 03, 2012

রামুকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

রামু উপজেলায় অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণকে মানবিক বিপর্যয় থেকে রক্ষা ও রামু উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে


প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত উপজেলাবাসী। গতকাল সোমবার সকালে চৌমুহনী চত্বরে রামুকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে আয়োজিত 'রামু উপজেলাবাসী'র মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি শেষে ইউএনওর মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। ওই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অধ্যাপক নীলোৎপল বড়ূয়া, সোয়েব সাঈদ, মুক্তিযোদ্ধা আবু আহমদ, বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞানন্দ, বশিরুল ইসলাম, এসএম জাফর, নুরুল ইসলাম সেলিম, নীতিশ বড়ূয়া, ছৈয়দ করিম, আমান উল্লাহ, পুলক বড়ূয়া, মোহাম্মদ ফেরদৌস, মানসী বড়ূয়া প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment