Tuesday, July 03, 2012

বন্যাঃ কক্সবাজারে ৩০০ কোটি টাকা ক্ষতি

কক্সবাজার জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে প্রায় ৩০০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৮ লাখ।
গেল সপ্তাহজুড়ে প্রবল বর্ষণ, পাহাড়ধস, জলাবদ্ধতায় জেলার টেকনাফ, উখিয়া, রামু, পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী ও কক্সবাজার সদর উপজেলার ৭২ ইউনিয়নের মানুষ, পশু, ফসলি জমি, চিংড়িঘের, লবণচাষ, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধ, কারখানা, বন, বিদ্যুৎ, মৎস্য খামার, নলকূপ ও পানের বরজসহ ৬০ প্রকারের সম্পদের ক্ষয়ক্ষতি চিহ্নিত করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানান, দুর্গত এলাকা পরিদর্শন করে যতটুকু সম্ভব ক্ষয়ক্ষতির প্রাথমিক বিবরণ তুলে আনা হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, 'অনেক এলাকায় এখনো বন্যার পানি রয়েছে। দুর্গতদের জন্য ৩০ লাখ নগদ টাকা এবং ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।'

No comments:

Post a Comment