Tuesday, July 03, 2012

চকরিয়ায় ত্রাণ বরাদ্দের দাবিতে মেয়রের সংবাদ সম্মেলন

বন্যায় চকরিয়া পৌর এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ ও ৯নং ওয়ার্ডের বেড়িবাঁধের কয়েকটি পয়েন্টে বিশাল অংশ ভেঙে যাওয়ায় চকরিয়া পৌর শহর অরক্ষিত হয়ে পড়েছে।
জরুরি ভিত্তিতে এসব বাঁধ পুনর্নির্মাণ করা না হলে চলতি বর্ষায় আবার বন্যা হলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ পৌর শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণসামগ্রী বরাদ্দের দাবি জানিয়েছেন পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার। শনিবার মেয়র বাসায় সংবাদ সম্মেলনে দাবি করেন, বন্যায় পৌর এলাকার বেড়িবাঁধ, কোচপাড়া বেড়িবাঁধ ভেঙে পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় বন্যার পানি ঢুকে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তৎক্ষাণিক ভাবে পৌর মেয়রের উদ্যোগে ৫টি লঙ্গরখানা খুলে ১০ হাজার মানুষের খাবার ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়। এ ছাড়া পৌর তহবিল থেকে ১৫০ বস্তা চিড়া, ৫০ বস্তা চিনি বিতরণ করা হয়। সরকারীভাবে ত্রাণ হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ বস্তা চিড়া ও ৩ টন চাউল। যা পৌর এলাকার ক্ষতিগ্রস্থ লোকজনের জন্য অতি নগণ্য। ইতিমধ্যে পৌর এলাকায় এক মহিলা ও এক যুবকসহ ২ জনের প্রাণহানি হয়েছে। উপস্থিত ছিলেন এনামুল হক বাবু ,নুরুল আমিন, লক্ষণ দাশ, ছৈয়দ আলম, নাজেম উদ্দিন, বশিরুল আইয়ুব প্রমুখ।

No comments:

Post a Comment