Friday, September 28, 2012

চকরিয়ায় বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করতে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সহস্রাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে এই মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতা মঞ্জুর হোছাইন চৌধুরী বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় সন্ত্রাসী একটি প্রভাবশালী মহলের ইন্ধনে বিদ্যালয়ের খেলার মাঠটি দখলে নেন। এতে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, প্রশাসনের কর্মকর্তারা দখলবাজদের পক্ষ অবলম্বন করায় মাঠটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, দখলে নেওয়া খেলার মাঠে ইতিমধ্যে জোরপূর্বক ও রাতের আঁধারে নানা স্থাপনা তৈরি করা হচ্ছে। মাঠটি দখলমুক্ত করতে সম্প্রতি শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে সঞ্চারকলিপি পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment