Monday, January 28, 2013

শিক্ষার মানোন্নয়নে মা’দের ভূমিকা গুরুত্বপূর্ণঃ লোহাগাড়ায় মা সমাবেশে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল

সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, উন্নত জাতি গঠন ও শিক্ষার মানোন্নয়নে মায়ের অবদান অপরিসীম। বাবারা সন্তানদেরকে সময় দিতে পারেন কম। সন্তানরা মা’দের সান্নিধ্য পায় বেশী।
মায়ের স্নেহ ও মায়ামমতায় সন্তান বেড়ে উঠে বলেই মাকে সন্তানের প্রতি অধিক দায়িত্ববান হতে হবে। অনেক রত্মগর্ভা মা রয়েছেন যারা বিধবা হয়েও সন্তানদেরকে মানুষ করেছেন। সন্তানদেরকে শিক্ষিত করার পাশাপাশি মানবিক গুণে গুণান্বিত মানুষ করতে হবে।গত ২৩ জানুয়ারী লোহাগাড়ার পূর্ব পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর চালু হওয়ার পর কার্যক্রম উদ্বোধন ও এ উপলক্ষে আয়োজিত মা সমাবেশে উপস্থিত প্রধান অতিথি লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল এসব কথা বলেন। সমাবেশে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অধীর চন্দ্র দে, পুটিবিলা ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মাষ্টার মাহবুবুর রহমান, মাষ্টার হামিদ হোসেন প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। জানা যায়, ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এ স্কুলে বর্তমানে সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। উপজেলার ১শ’টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একমাত্র এ বিদ্যালয়ই সরকার এ বছর থেকে ৬ষ্ঠ শ্রেণী কার্যক্রম চালু করেছে। উপজেলা চেয়ারম্যান স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য পরিষদের পক্ষ হতে ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

No comments:

Post a Comment