Monday, December 13, 2010

পোশাকশ্রমিকদের মতো মানুষও একদিন জেগে উঠবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের অসহিষ্ণুতার চিহ্ন ফুটে উঠছে। অসহিষ্ণুতার কারণে পোশাকশ্রমিকরা সহিংস হয়ে উঠেছেন। আচরণ পরিবর্তন না হলে পোশাকশ্রমিকদের মতো একদিন দেশের সাধারণ মানুষও সরকারের বিরুদ্ধে জেগে উঠবে। তখন তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে থাকবে না।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘আমরা তোমাদের ভুলি নাই’ শীর্ষক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, যারা অন্য রাষ্ট্রের তাঁবেদার হতে চায়, তারাই বুদ্ধিজীবীদের হত্যায় মদদ দিয়েছে। তখনকার সরকার ১৯৫ জন যুদ্ধাপরাধীকে চিহ্নিত করলেও বুদ্ধিজীবী হত্যার নায়কদের চিহ্নিত করেনি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউছুফ হায়দার, সাংবাদিক আমানউল্লাহ কবির, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

No comments:

Post a Comment