Monday, December 13, 2010

মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিরা সম্মাননা পাবেন

গামী বছর স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদযাপন করা হবে। যেসব বিদেশি নাগরিক দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছেন, তাঁদের সম্মাননা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ তালিকা তৈরি করছে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাদ আজাদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান।
সম্প্রতি ২২-২৩ নভেম্বর রাশিয়ায় বাঘ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, ২৪ থেকে ২৭ নভেম্বর বেলজিয়াম সফর, বিশ্ব খাদ্য নিরাপত্তা কমিটির ৩৬তম অধিবেশনে ১১ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশি প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অভিহিত করা হয়েছে।

No comments:

Post a Comment