Sunday, January 09, 2011

সরকারের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ __ওবায়দুল কাদের

রকারের মধুচন্দ্রিমাকাল শেষ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এমপি বলেছেন, 'সরকারের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আগামী তিন বছর সরকারের কর্মকাণ্ডের ওপর জনগণ তীক্ষ্ন নজর রাখবে। তাই আমাদের কর্মকাণ্ডে গুণগত পরিবর্তন আনতে হবে। বেপরোয়া বাহিনীকে নিয়ন্ত্রণ করে নতুন করে যাত্রা শুরু করতে হবে।'

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল শনিবার বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ আয়োজিত 'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন : বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের কর্মকাণ্ড পরিচালনায় সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, 'মনে রাখতে হবে বিরোধী দল আমাদের ততটা ক্ষতি করতে পারবে না, যতটা পারবে চাটুকার ও বেপরোয়া বাহিনী।' ওবায়দুল কাদের বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, 'ক্রমাগত সংসদ বর্জন করে, অন্ধ আক্রোশের বৃত্তে আবদ্ধ থেকে দেশ বিক্রির তত্ত্ব নিয়ে এগোলে বিরোধী দল বিএনপির আবারও শোচনীয় পরাজয় হবে।'
সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, প্রকৌশলী এম আনোয়ারুল হক এমপি প্রমুখ।

No comments:

Post a Comment