Sunday, January 09, 2011

৩ কোটি টাকায় সাকিবকে কিনল নাইট রাইডার্স

ইপিএলের নিলামে আগেরবারও ছিলেন তিনি। ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবেই। কিন্তু সেবার কোনো দলই কেনেনি তাঁকে। বাংলাদেশ অধিনায়কের সেই দুঃখ এবার ঘুচেছে। চতুর্থ আইপিএলের নিলামে চার লাখ ২৫ হাজার ডলারে (প্রায় তিন কোটি টাকা) এ অলরাউন্ডারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

নিলামের প্রথম দিনে সাকিবের সঙ্গে ওঠানো হয়েছিল তাঁর ডেপুটি তামিম ইকবালকেও, তবে তাঁকে কেনেনি কোনো দল। গতবার এই কলকাতা নাইট রাইডার্সই ছয় লাখ ডলারে কিনেছিল বাংলাদেশের অলরাউন্ডার মাশরাফি বিন মুর্তজাকে। এবার নিলামেই ছিলেন না তিনি। তবে বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের দলে ঠিকই থাকছেন আরেক বাংলাদেশি। শুধু সাকিবকে কিনেই নয়, কালকের নিলামে নানা কারণেই সবচেয়ে আলোচিত দল ছিল কেকেআর। নতুন রেকর্ড গড়ে ২৪ মিলিয়ন ডলারে তারা কিনেছে ভারতের ওপেনার গৌতম গম্ভীরকে, দ্বিতীয় সর্বোচ্চ ২১ মিলিয়ন ডলারে ইউসুফ পাঠানকেও। শাহরুখ খানের দলে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসকেও। তবে কেকেআরের আইকন সৌরভ গাঙ্গুলীকে হয়তো দর্শক হয়েই থাকতে হবে এবার। কেউ কেনেনি তাঁকে, দুই ওয়েস্ট ইন্ডিয়ান ব্রায়ান লারা আর ক্রিস গেইলও কোনো দল পাননি।

No comments:

Post a Comment