Thursday, January 06, 2011

৫৬টি পৌরসভায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

গামী পৌরসভা নির্বাচনে ৫৬টি পৌরসভায় সেনাবাহিনী ও ৫২টি পৌরসভার ভোটকেন্দ্রে বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, ২৯টি জেলার ৫৬টি পৌরসভায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তা ছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় যশোর, বাগেরহাট, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ আটটি জেলাতে ১৪টি পৌরসভায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড (বিজিবি) উভয়ই থাকবে।
আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের আড়াই শতাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment