Thursday, January 06, 2011

পুঁজিবাজারে দরপতনের পর বিক্ষোভ-লাঠিপেটা

ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক দুইশ'রও বেশি পয়েন্ট কমে যাওয়ায় আগের দিনের মতোই বিক্ষোভ শুরু করলে বিনিয়োগকারীদের লাঠিপেটা করেছে পুলিশ। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে লেনদেনের শেষ পর্যায়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের সড়কে মিছিল নিয়ে নেমে পড়লে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা একটি বাস ও একটি প্রাইভেট কার ভাংচুর করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। এরপর ডিএসই'র সামনের সড়ক আটকে সেখানে বেঞ্চ ও চেয়ার নিয়ে বসে পড়েন বিক্ষোভকারীরা। বিকাল ৪টার দিকে পুলিশ লাঠিপেটা শুরু করে। ওই সময় এক রাউন্ড রবার বুলেটও ছোড়ে পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিক্ষোভকারী ছয় জনকে পুলিশ আটক করেছে।

সোয়া ৪টা থেকে সড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে। ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ৭৭৩৫ দশমিক ২১ এ দাঁড়িয়েছে, যা দিনের শুরুর চেয়ে ২১৩ দশমিক ২১ পয়েন্ট বা ২ দশমিক ৬৮ শতাংশ কম। সারাদিনে ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩১টির দামই কমেছে, বেড়েছে ১২টির। ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দিনে প্রায় ৯৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তারল্য প্রবাহের ঘাটতি ও শেয়ার বিক্রির চাপের মধ্যে গত তিন দিন ধরেই ঢাকার পুঁজিবাজারে দরপতন চলছে। বুধবার বিনিয়োগকারীরা বিক্ষোভ করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। বুধবার লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১৫৮টিরই দাম কমে। মঙ্গলবার সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২০৩ পয়েন্ট কমে। সোমবার কমেছিলো ১১৯ দশমিক ৮৭ পয়েন্ট।

No comments:

Post a Comment