Sunday, March 04, 2012

কক্সবাজারের উন্নয়নে ২৭ দফা দাবি জানিয়েছে তেল-গ্যাস রক্ষা কমিটি

কক্সবাজারের সার্বিক উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ নিরসনে
২৭ দফা দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কক্সবাজার জেলা শাখা।

গতকাল শনিবার কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ২৭ দফা বাস্তবায়নের দাবিতে ২০ মার্চ শহরের পাবলিক হল মাঠে সমাবেশ ডাকা হয়েছে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির জেলা আহ্বায়ক ইদ্রিস আহমদ সংবাদ সম্মেলনে বলেন, নানা সম্পদে সমৃদ্ধ কক্সবাজার নানা ক্ষেত্রে অবহেলিত। শহরের দৃষ্টিনন্দন পাহাড়গুলো ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। বিমানবন্দর সম্প্রসারণের নামে ৩০ হাজার জলবায়ু উদ্বাস্তুকে উচ্ছেদের চক্রান্ত চলছে। শহরের প্রধান নদী বাঁকখালীর দুই পাড় দখলের মহোৎসব চলছে। এতে পরিবেশ-প্রতিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি দিলীপ দাশ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বশিরুল আলম প্রমুখ।
২৭ দফা দাবির মধ্যে রয়েছে: চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন দ্রুত সম্প্রসারণ, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করে নগর পরিকল্পনা বোর্ড গঠন, নির্বিচারে পাহাড় কাটা বন্ধ, সরকার-নির্ধারিত মূল্যে এলপি গ্যাস সরবরাহ, কক্সবাজার পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণ ইত্যাদি।
জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ বলেন, কক্সবাজার শহরের আয়তন, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তর করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ২৭ দফা বাস্তবায়নের দাবিতে ২০ মার্চ পাবলিক হলের শহীদ দৌলত ময়দানে সমাবেশ ডাকা হয়েছে। দাবি আদায়ে ওই সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

No comments:

Post a Comment