Thursday, May 31, 2012

ফিশিং বোটের অবৈধ কারখানা উচ্ছেদ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল সোমবার বিকেলে অবৈধ ফিশিং বোট তৈরির একটি কারখানা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। এ সময় ওই কারখানা থেকে সংরক্ষিত বনের বিপুল পরিমাণ কাঠসহ দুটি বোট জব্দ করা হয়।

বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল তিনটার দিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় সাব্বির ফিশিং ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ ফিশিং বোট তৈরির কারখানা উচ্ছেদ করেন।
এ সময় ওই কারখানা থেকে সংরক্ষিত বনের বিপুল পরিমাণ কাঠসহ নির্মাণাধীন দুটি ফিশিং বোট জব্দ করেন।

No comments:

Post a Comment